অলস্পোর্ট ডেস্ক: অলিম্পিক ২০২৪-এ ইতিহাস রচনা করলেন কুস্তিগীর ভিনেশ ফোগত। পৌঁছে গেলেন ফাইনালে। তিনি সেমিফাইনালে হারালেন কিউবার ইউসনেলিস গুজমান লোপেজকে। ৫-০-তে প্রতিপক্ষকে উড়িয়ে অলিম্পিক ২০২৪ মহিলা কুস্তি ৫০ কেজির ফাইনালে দাপটের সঙ্গে জায়গা করে নিলেন৷ সেই সঙ্গে ভিনেশ প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে কুস্তির ফাইনালে উঠলেন।
এদিন শুরু থেকেই ধ্বংসাত্মক ফর্মে ছিলেন ভিনেশ। শুরুতেই বিশ্বের এক নম্বর এবং গতবারের চ্যাম্পিয়ন জাপানের ইউই সুসাকিক রাউন্ড অফ ১৬-তে হারিয়ে চমক দিয়েছিলেন তিনি। যেন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ফাইনালেরই। এর পর কোয়ার্টার ফাইনালে তিনি হারান ইউক্রেনের ওকসানা লিভাচকে। সেমিফাইনালে আবারও বাজিমাত, কিউবার ইউসনেলিস গুজমান লোপেজকে হারিয়ে ভারতীয় ক্রিড়াক্ষেত্রে রেকর্ড তো করলেনা সঙ্গে হয়তো অনেক যন্ত্রণার জবাব দিলেন।
গত বছর, ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীরদের প্রতিবাদের মুখ ছিলেন ভিনেশ। তিনি কুস্তিগীরদের অধিকারের জন্য দিল্লির রাস্তায় দিনের পর দিন লড়াই করেছিলেন। মানসিক অত্যাচার থেকে অসম্মান, সব সহ্য করতে হয়েছিল দেশের হয়ে খেলার দুনিয়ায় সাফল্য আনা এই ক্রীড়াবিদদের। আজ যেন জীবন ভিনেশের জন্য একটি বৃত্ত সম্পূর্ণ করল। তিনিই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর যিনি অলিম্পিকের ফাইনালে উঠেছেন। এবার সোনা থেকে তাঁর দুরত্ব মাত্র একটা ম্যাচের।
ফাইনালে ভিনেশ ফোগতের প্রতিপক্ষ ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ অ্যান হিলডেব্রান্ট মঙ্গোলিয়ার ওটগোঞ্জারগাল ডলগোরজাভকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন। ফাইনাল ম্যাচটি হবে ৭ অগস্ট।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার