Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাওজন ৫০ কেজির বেশি, অলিম্পিক ২০২৪-এ অযোগ্য ঘোষণা ভিনেশ ফোগতকে

ওজন ৫০ কেজির বেশি, অলিম্পিক ২০২৪-এ অযোগ্য ঘোষণা ভিনেশ ফোগতকে

অলস্পোর্ট ডেস্ক: প্যারিস অলিম্পিকে বড় ধাক্কা খেল ভারতের বড় পদকের স্বপ্ন। ৫০ কেজি বিভাগে অযোগ্য ঘোষণা করা হল ভিনেশ ফোগতকে। ভিনেশ, যিনি ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, একই দিনে তিন জনকে হারিয়ে তিনি মঙ্গলবার ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু পরে দেখা যায় ইভেন্টের সীমার চেয়ে বেশি ওজন রয়েছে তাঁর। আর সে কারণেই প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। ভিনেশ সাধারণত ৫৩ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে প্যারিস অলিম্পিকের জন্য তাঁর ওজন ৫০ কেজিতে নামিয়ে আনা হয়েছিল। কিন্তু মঙ্গলবার ইভেন্টের পর ওজন করে দেখা যায় নির্ধারিত ওজনের থেকে তাঁর ওজন বেশি রয়েছে। 

জানা যায় যে ভিনেশ তাঁর পছন্দসই ওজনের মধ্যে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, খাবার এড়িয়ে যাওয়া বা দৌড়ানো। ওজন সমস্যায় পড়ার ভয়ে তিনি পুরো রাত ঘুমাননি। ভারতীয় কর্মকর্তারাও অলিম্পিক কমিটির কাছে আরও সময় চেয়েছিলেন কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়। 

এর আগে, ভিনেশ অলিম্পিক গেমসে কুস্তি প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস রচনা করেছিলেন। কিন্তু, ভাগ্য তার জন্য অন্য কিছুই ভেবে রেখেছিল। ভারতীয় কোচ জানিয়েছেন যে বুধবার সকালে ভিনেশের ওজন মাত্র ১০০ গ্রাম বেশি পাওয়া গিয়েছে। যদিও মার্জিন কম ছিল, তবুও ১০০ গ্ৰাম ওজন বেশি নিয়ে নামা মানে নিয়ম ভঙ্গ করা। 

একজন ভারতীয় কোচ বলেন, “আজ সকালে তার ওজন ১০০ গ্রাম বেশি পাওয়া গিয়েছে। নিয়ম এটির অনুমতি দেয় না এবং তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।”

ভিনেশের অযোগ্য ঘোষণার ফলে প্যারিস গেমসে তিনি কোনও পদক জিততে পারবেন না। যদিও ভিনেশ রুপো নিশ্চিত করেছিলেন, তবে তাঁর অযোগ্যতার অর্থ হল তাঁকে খালি হাতে বাড়ি ফিরতে হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments