অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগত তাঁর প্যারিস অলিম্পিক ২০২৪-এর হতাশাজনক অভিযানের শেষে দেশে ফিরেছেন। তার প্য থেকে শুধুই চলছে সংবর্ধনার পালা। বিশ্রামের কোনও সুযোগই পাননি তার সঙ্গে রয়েছে হতাশা। সব মিলে মানসিক ও শারীরিক দু’ভাবেই ক্লান্ত তিনি। যার ফলে তাঁর নাজের গ্ৰামেই সংবর্ধনা অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন তিনি। বসে থাকতে থাকতেই জ্ঞান হারালেন ফোগত। তবে এখন তিনি সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।
হরিয়ানায় তাঁর গ্রাম বালালিতে পৌঁছানোর পর, ভিনেশকে তাঁর সমর্থক এবং ‘খাপ’ পঞ্চায়েতের সদস্যরা স্বর্ণপদক দিয়ে সংবর্ধিত করেন। তখন অনুষ্ঠান চলছিল। সেই সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন, বিখ্যাত কুস্তিগির অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে।
প্যারিস থেকে দীর্ঘ উড়ানের পরে, ভিনেশ রোড শো এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সুতরাং, এই দীর্ঘ ভ্রমণ এবং ব্যস্ত সময়সূচী ভিনেশের খারাপ স্বাস্থ্যের মূল কারণ হতে পারে বলেই মনে করা হচ্ছে। এছাড়া ওজন কমানোর জন্য রাতারাতি নিজের উপর যে অত্যাচার তিনি করেছেন, তাঁর প্রভাবও পুরোপুরি কেটে যায়নি।
৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে পৌঁছে ভারতীয় হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। তার পরই প্রায় আড়াই কিলো ওজন বেড়ে যায়। অনেক চেষ্টার পর ১০০ গ্রাম বেশি ওজন আর কমাতে পারেনি। যার ফলে অযোগ্য ঘোষণা করা হয় তাঁকে৷ নামতে পারেননি ফাইনালে। তাঁর প্রাপ্য রৌপ্য পদকও দেওয়া হয়নি ২৯ বছর বয়সী কুস্তিগিরকে। এমনকি যৌথ-রৌপ্য পদকের জন্য খেলাধুলার আরবিট্রেশন (CAS) আদালতে আবেদনও করেছিলেন। তবে, তার আবেদনও প্রত্যাখ্যান করা হয় এবং তাঁকে কোনও পদক ছাড়াই দেশে ফিরতে হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার