Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাভারতীয় কুস্তিগিরদের আটকের ঘটনায় ক্ষুব্ধ বিশ্ব কুস্তি সংস্থা

ভারতীয় কুস্তিগিরদের আটকের ঘটনায় ক্ষুব্ধ বিশ্ব কুস্তি সংস্থা

অলস্পোর্ট ডেস্কঃ কুস্তিগিরদের লড়াই-এ এবার মুখ খুলল বিশ্ব কুস্তি সংস্থা । মঙ্গলবার যন্তর মন্তরে বিক্ষোভের সময় ভারতের শীর্ষ কুস্তিগিরদের আটকে দেওয়ার ঘটনাকে নিন্দা করেছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। এরপরে তাদের পক্ষ থেকে ভারতের কুস্তি সংস্থাকে সতর্ক করা হয়েছে। তাদের তরফ থেকে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে ভারতের রেসলিং ফেডারেশন স্থগিত করা হবে। ইউডব্লিউডব্লিউ বলেছে যে এটি ভারতের বিদায়ী রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীরদের প্রতিবাদ দেখছে।

ইউডব্লিউডব্লিউ একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দেখেছি যে ডব্লিউএফআই সভাপতি একেবারে শুরুতেই সরে গিয়েছিলেন এবং তিনি আর রেসলিং বিষয়ক দেখাশোনা করছেন না। বেশ কয়েক মাস ধরে, আমরা ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলাম যেখানে কুস্তিগিররা ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে হয়রানি ও শোষণের অভিযোগ করে বিক্ষোভ প্রদর্শন করছেন।’

ইউডব্লিউডব্লিউ আরও বলেছে, ‘গত কয়েক দিনের ঘটনা আরও উদ্বেগজনক কারণ বিক্ষোভের কারণে কুস্তিগীরদের সাময়িকভাবে পুলিশ আটক করেছিল। তাদের বিক্ষোভস্থলও খালি করা হয়েছে। আমরা কুস্তিগিরদের আটকের নিন্দা জানাই। এ ছাড়া তদন্তের ফলাফল এখনও না পাওয়ায় তারা হতাশাও প্রকাশ করেন। বিষয়টির সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।’

এরপরে বিশ্ব কুস্তিগির সংস্থার তরফ থেকে বলা হয়েছে, ‘আমরা কুস্তিগিরদের সঙ্গে তাদের অবস্থা এবং নিরাপত্তার বিষয়ে কথা বলব এবং তাদের অভিযোগের একটি ন্যায্য এবং ন্যায্য সমাধানের পক্ষ নিতে বলব।’ এটি বলে UWW বলেছে, ‘অবশেষে আমরা IOA এবং অ্যাড-হক কমিটির কাছ থেকে পরবর্তী সাধারণ বডি মিটিং সম্পর্কে তথ্য চাই। নির্বাচনের জন্য দেওয়া ৪৫ দিনের সময়সীমাকে সম্মান করতে হবে। যদি এর মধ্যে নির্বাচন না হয়, তাহলে ডব্লিউএফআই স্থগিত হতে পারে যাতে খেলোয়াড়রা নিরপেক্ষ পতাকার নীচে খেলতে পারেন।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments