Friday, November 7, 2025
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাপ্যারিস অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর আমনের নির্বাসন, কেন?‌

প্যারিস অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর আমনের নির্বাসন, কেন?‌

অলস্পোর্ট ডেস্ক:‌ প্যারিস ২০২৪ অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে ভারতবাসীকে গর্বিত করেছিলেন আমন শেরাওয়াত। তাঁকেই শৃঙ্খলাভঙ্গের অপরাধে একবছরের জন্য নির্বাসিত করল ভারতীয় কুস্তি ফেডারেশন। ২২ বছর বয়সী আমনের অপরাধ গত মাসে ক্রোয়েশিয়ার জাগ্রেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে ৫৭ কেজি বিভাগে ওজন বেশি হওয়ার কারণে প্রতিযোগিতায় বাতিল হয়ে যাওয়া।

আমনের নির্বাসনের শাস্তি বলবত হয়েছে ২৩ সেপ্টেম্বর। ওইদিন থেকে আগামী একবছর জাতীয় বা আন্তর্জাতিক স্তরে কুস্তির কোনও প্রতিযোগিতায় তিনি অংশ নিতে পারবেন না। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং জানিয়েছেন, আমনের কাছে শৃঙ্খলাভঙ্গের জন্য যে কারণ দর্শাতে বলা হয়েছিল , তা সন্তোষজনক নয়। ওর সাপোর্ট স্টাফদেরও সতর্ক করা হয়েছে। আমনকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল ওজন বাড়ার কারণ জানাতে। তারপর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’‌

ভারতীয় কুস্তি ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটি খতিয়ে দেখেছে, ক্রোয়েশিয়ার পোরেচের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন আমন, ১৪ সেপ্টেম্বর প্রতিযোগিতায় নামার ১৮ দিন আগে। যা যথেষ্ট ছিল, তাঁর নিজের ওজন ও ফিটনেস লেভেল প্রতিযোগিতার নিয়ম মেনে বেঁধে রাখতে। কিন্তু আমন তা করেননি। সেকারণে এতটা কড়া পদক্ষেপ নিল ভারতীয় কুস্তি ফেডারেশন।

এই নিয়ে তৃতীয়বার এমন ঘটনা ঘটল একবছরের মধ্যে। প্যারিস অলিম্পিক চলাকালীন বিনিশ ফোগট ফাইনালের আগে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন ওজন কমাতে না পারায়। ফলে ভারতের নিশ্চিত অলিম্পিক পদক হাতছাড়া হয়। তা নিয়ে গোটা দেশজুড়ে প্রচুর হৈচৈ হয়। নানাজনের দিকে আঙুল উঠেছিল। ২০২৫ অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে ওজন বেড়ে যাওয়া ও ফিটনেস লেভেল ইস্যুর কারণে প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে যান নেহা সাঙ্গওয়ান।

একবছরের নির্বাসনের ফলে আমন শেরাওয়াতের ২০২৬য়ে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অনুষ্ঠেয় এশিয়ান গেমসের প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে। এমনকি পদক জেতার সম্ভাবনাতেও। অবশ্য যদি না এর মাঝে ভারতীয় কুস্তি ফেডারেশন নরম মনোভাব দেখিয়ে আমনের শাস্তি কমায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments