অলস্পোর্ট ডেস্কঃ ঘোষণা হল সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের দিন। আগামী ৬ জুলাই হবে নির্বাচন। সে দিনই ফলাফল জানা যাবে। সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে দেশের সেরা কুস্তিগিরদের একাংশ হেনস্থার অভিযোগ আনার পর বিশ্ব কুস্তি সংস্থার নির্দেশে তড়িঘড়ি নির্বাচনের ব্যবস্থা করেছেন কুস্তি কর্তারা।
দ্রুত নির্বাচন না হলে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসিত করার হুঁশিয়ারি দিয়েছিল বিশ্ব কুস্তি সংস্থা। সোমবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অবসরপ্রাপ্ত বিচারপতি মহেশ মিত্তল কুমারের নাম রিটার্নিং অফিসার হিসাবে ঘোষণা করে। দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবারই তিনি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলেক্টোরাল কলেজ গঠনের জন্য প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নাম পাঠাতে হবে ১৯ জুনের মধ্যে। ২২ জুনের মধ্যে শেষ হবে বাছাই পর্ব। প্রতিটি অনুমোদিত সংস্থার দু’জন করে প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেকে একটি করে ভোট দিতে পারবেন। এর ফলে সর্বভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনে মোট ভোটার সংখ্যা হবে ৫০। জানানো হয়েছে সর্বভারতীয় কুস্তি সংস্থা এর আগে যে সংস্থাগুলির অনুমোদন বাতিল করেছিল বিভিন্ন কারণে তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সে জন্য তাদের আবেদন করতে হবে।
মনোনয়ন পত্র জমা দেওয়ার যাবে ২৩ জুন থেকে ২৫ জুন। মনোনয়ন পত্র পরীক্ষা হবে ২৮ জুন। ১ জুলাই অনিচ্ছুক প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারবেন। ২ জুলাই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন হবে ৬ জুলাই। সে দিনই ফলাফল ঘোষণা করা হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার