অলস্পোর্ট ডেস্ক: ৬৪ ঘরের দাবার বোর্ডের সঙ্গে সকলেই পরিচিত। কিন্তু ১০০ ঘরের দাবার বোর্ড অনেকের কাছেই একটা নতুন ব্যাপার। ঘরের সংখ্যা যেখানে বেশি ঘুঁটি থাকবে এটাই স্বাভাবিক। এটাই দাবার এক নতুন অধ্যায় , যা ‘ডায়নামো চেস’ হিসেবে জনপ্রিয়তা অর্জনের পথে এগোচ্ছে। চিরপরিচিত র্যাপিড দাবা প্রতিযোগিতার পাশাপাশি এই অভিনব ‘ ডায়নামো চেস চ্যাম্পিয়ন সিরিজের’ খেলা হয়ে গেল শনিবার অ্যাক্রোপলিস মলের হলে। যৌথ উদ্যোক্তা ছিল সারা বাংলা দাবা সংস্থা ও অলস্পোর্ট ফাউন্ডেশন।
কিডোসপলিস ৪.০ চেস ফেস্টিভালে অংশ নিতে হাজির হয়েছিল বিভিন্ন বয়সের একঝাঁক দাবাড়ু। এদের উৎসাহ দিতে সারাদিন বিভিন্ন সময় ও পুরস্কার দিতে হাজির হন গ্র্যান্ডমাস্টার দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, স্পেশাল অলিম্পিক্স ভারতের ভাইস প্রেসিডেন্ট ও কলকাতা থান্ডারবোল্টসের কর্ণধার পবন কুমার পাতোদিয়া, ইন্টারন্যাশানাল আর্বিট্রার অসিত বরণ চৌধুরি, ডায়নামিক মাইন্ড অ্যাকাদেমিয়ার কর্তা প্রদীপ সাদানি ও অলস্পোর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রেনিক শেট।
র্যাপিড ও ডায়নামো চেস টুর্নামেন্ট মিলিয়ে ওভারঅল চ্যাম্পিয়ন হয় সর্বার্থ মানি। পূর্বালোকের বাসিন্দা সর্বার্থ পড়ে সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণীতে। র্যাপিডে প্রথম স্থান অধিকার করে সর্বার্থ পেয়েছে ৫০০০ টাকা ও একটি সুদৃশ্য ট্রফি। র্যাপিডে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে কিরীট বিক্রম চন্দ ও সংবীত ঘোষ। জর্জিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১০ বিভাগে বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হয়ে সকলকে তাক লাগিয়েছিল সর্বার্থ। খুদে দাবাড়ুর এই কৃতিত্বের প্রশংসা করে দিব্যেন্দু বড়ুয়া বলেন, ‘ বাংলায় দাবা প্রতিভার অভাব নেই। সর্বার্থ তাদেরই একজন। ও আরও এগোবে। আর প্রশংসা করব এই ধরনের দাবা প্রতিযোগিতাদের উদ্যোক্তাদের। দাবা খেলা মূলত নিঃশব্দ পরিবেশে। সেখানে এই র্যাপিড ও ডায়নামো প্রতিযোগিতা হয়েছে অ্যাক্রোপলিস মলের জনসাধারনের চলাফেরা ও কথাবার্তার মাঝে। মনঃসংযোগ ধরে রেখে দাবা খেলা যেখানে খুব কঠিন ব্যাপার। তার থেকে বড় ব্যাপার ডায়নামো চেসের মতো নতুন এক দাবার বোর্ডে খেলাটা আরও বেশি চ্যালেঞ্জিং। এতে দাবাড়ুরা নতুন ধরনের এই খেলায় আরও বেশি মজা পাবে। নিজেদের মাথা খাটানোর সুযোগে মিলবে।’
র্যাপিড দাবায় বালিকাদের মধ্যে প্রথম হয়েছে আয়াংশি সেনগুপ্ত। দ্বিতীয় ও তৃতীয় অদিতৃ বাগ ও উপাধৃতি ভট্টাচার্য। ডায়নামো চেসে চ্যাম্পিয়ন সৌমাল্য মন্ডল। দ্বিতীয় ও তৃতীয় সৌহার্দ্য বসাক ও সুপ্রতিম ঘোষ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





