অলস্পোর্ট ডেস্ক: শেষ হল ১৫তম চেস ফর ইয়ুথ। টাউন হলে তিনদিনের প্রতিযোগিতা শেষে সোমবার ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, গ্র্যান্ডমাস্টার নিলোৎপল দাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। সঙ্গে পুরস্কার নেওয়ার জন্য হলে উপস্থিত হয়েছিলেন আগামী প্রজন্মের দাবাড়ুরা। কচিকাচাদের ভিড়ে গমগম করছিল টাউন হলের অনুষ্ঠান মঞ্চ। ছিলেন অভিভাবকরাও। সন্তানদের পুরস্কার নেওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য মুখিয়ে ছিলেন তাঁরা। এদিন সব গ্রুপ মিলে পুরস্কৃত হলেন ১০০ দাবাড়ু। সব গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও আরও অনেককে পুরস্কৃত করা হল। এবার প্রিমিয়ারে নতুন চ্যাম্পিয়ন পেল চেস ফর ইয়ুথ। নাম সৌমাল্য মণ্ডল। এবারের চেস ফর ইয়ুথে খেললেন গ্র্যান্ডমাস্টার সপ্তর্ষী রায়ের পুত্র গ্যারি রায়, দ্বিতীয় হলেন তিনি। বাকি একঝাঁক নতুন মুখ ভবিষ্যতের বার্তা দিয়ে গেল।
১৫তম চেস ফর ইয়ুথ ২০২৫-এর সব গ্রুপের প্রথম তিন পুরস্কার প্রাপকের নামের তালিকা
অনূর্ধ্ব-৬ মেয়ে— ১) আদিত্রী মজুমদার, ২) ত্রিশিকা মন্ডল, ৩) লাবণ্য সিং
অনূর্ধ্ব-৬ ছেলে— ১) জৈনেশ ভৌমিক, ২) গ্যারি রায়, ৩) রুদ্রনীল কর্মকার
অনূর্ধ্ব-৮ মেয়ে— ১) সাইয়াস্থ সিং, ২) ঐশিতা লাহিড়ী, ৩) অর্পিতাংশী ভট্টাচার্য
অনূর্ধ্ব-৮ ছেলে— ১) বেদান্ত তুলস্যান, ২) রেয়ান ঘরাই, ৩) আধৃত মেড্ডা
অনূর্ধ্ব-১০ মেয়ে— ১) শ্রেয়শী দাস, ২) আয়ানশী সেনগুপ্ত, ৩) শ্রীজানি নস্কর
অনূর্ধ্ব-১০ ছেলে— ১) অহর্নিশ নন্দ, ২) পাংসু নাথ, ৩) ঈশানভ চক্রবর্তী
অনূর্ধ্ব-১২ মেয়ে— ১) রাহিনী দাস, ২) নিরঞ্জনা নন্দ, ৩) সূর্যদিতা দত্ত
অনূর্ধ্ব-১২ ছেলে— ১) সোমিদ্ধ রাজবংশী, ২) রেয়াংশ জাগনানি, ৩) শুভায়ু দত্ত
অনূর্ধ্ব-১৪ মেয়ে— ১) আয়ুশি রায়, ২) আয়ুশ্রী সরকার, ৩) আদিত্রী বাগ
অনূর্ধ্ব-১৪ ছেলে— ১) পরমার্থ মিত্র, ২) স্বপ্নাভা নিয়োগী, ৩) সংবিত ঘোষ
অনূর্ধ্ব-১৬ মেয়ে— ১) সোহিনী লাহিড়ী, ২) দেবপ্রিয় মান্না, ৩) রাইমা ভট্টাচার্য
অনূর্ধ্ব-১৬ ছেলে— ১) পুষ্পল দত্ত, ২) রঙ্গীত মজুমদার, ৩) সৃজন সাহা

প্রিমিয়ার ছেলে— ১) সৌমাল্য মন্ডল (৫০ হাজার টাকা পুরস্কার), ২) সংকেত চক্রবর্তী (৩০ হাজার পুরস্কার), ৩) মিত্রভা গুহ (২০ হাজার টাকা পুরস্কার)
প্রিমিয়ার মেয়ে— ১) দেবপ্রিয়া মান্না (১০ হাজার টাকা পুরস্কার), ২) অর্পিতা মুখোপাধ্যায় (৬ হাজার টাকা পুরস্কার), ৩) সমৃদ্ধি ঘোষ (৪ হাজার টাকা পুরস্কার)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





