অলস্পোর্ট ডেস্ক: বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠেও খেতাব জেতা হয়নি আর প্রজ্ঞানন্ধা -র। যদিও কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনালে রানার্স আপ হয়ে রুপোর পদক জিতেছেন তিনি। ২০২৩ ফিডে ক্যান্ডিডেটসে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয় তিনি বুঝিয়েও দিয়েছেন আগামী দিনে দাবা ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে উজ্বল নক্ষত্রদের তালিকায়। বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গেলেও, বিশ্বকাপে তাঁর অবিশ্বাস্য পারফর্মেন্সের জন্য সারা দেশ থেকে প্রশংসা পেয়েছেন। বুধবার বাকু থেকে দেশে ফিরলেন তিনি। চেন্নাই বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁর ভক্তদের ভালবাসায় ভেসে গেলেন তরুন দাবাড়ু।
বিমানবন্দরে প্রজ্ঞানন্ধাকে স্বাগত জানান রাজ্য ক্রীড়া দফতরের আধিকারিকরা। তাঁর ভক্তরা বিমানবন্দরের বাইরের গেটে তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তিনি বাইরে বেরিয়ে আসার সঙ্গে,সঙ্গেই তাঁর পথে ফুল বিছিয়ে দেওয়া হয়। তাঁকে একটি ফুলের মুকুট, একটি শাল এবং ফুলের তোড়া উপহার দেন ভক্তরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা তামিলনাড়ুর লোকোনৃত্য কারাগাট্টম এবং ওয়িলত্তম পরিবেশন করেন।
এই ভালবাসা পেয়ে মুগ্ধ প্রজ্ঞানন্ধা। তিনি বলেন, ‘‘আমি খুব খুশি এই অভ্যর্থনা পেয়ে।’’ এরপর তাঁর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হলে তিনি সেটি তিনি উঁচুতে তুলে ধরেন যেভাবে বিশ্বের দরবারে দেশের নাম তুলে ধরেছেন তিনি। তাঁর মা নাগলক্ষীও তাঁর ছেলের এই সংবর্ধনায় আপ্লুত।
এদিকে প্রজ্ঞানন্ধার সাফল্যে মুগ্ধ হয়ে তাঁর তাঁকে একটি এলেকট্রিক গাড়ি উপহার দিয়েছেন আনন্দ মাহিন্দ্রা। যা পেয়ে আপ্লুত প্রজ্ঞা বলে, ‘‘আমার কৃতজ্ঞতা প্রকাশ করার কোন শব্দ নেই। আনন্দ মাহিন্দ্রা স্যার এবং রাজেশস্যার আপনাদের অনেক ধন্যবাদ। একটি ইভি গাড়ির মালিক হওয়া আমার বাবা-মায়ের অনেকদিনের স্বপ্ন তাকে বাস্তবে পরিণত করার জন্য ধন্যবাদ!’’
ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্ধার বিশ্বকাপে স্বপ্নের দৌঁড় শেষ হয়েছিল নরওয়ের ম্যাগনাস কার্লসেনের হাতে। ২৪ অগস্ট আজারবাইজানের বাকুতে বিশ্বকাপের টাইব্রেকে ১.৫-০.৫ –এ কার্লসেনের কাছে হেরে যান তিনি।
ফাইনালে জিততে না পারলেও ১৪০ কোটি মানুষের মন জিতে নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন তাঁকে অভিনন্দন জানান রুপো জয়ের জন্য এবং ফিডে ক্যান্ডিডেটসে প্রবেশ করার জন্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার