Thursday, November 20, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটখারাপ শট খেলে আউট হওয়ার কথা স্বীকার করলেও, গুজরাটের বিরুদ্ধে চাপে আছেন...

খারাপ শট খেলে আউট হওয়ার কথা স্বীকার করলেও, গুজরাটের বিরুদ্ধে চাপে আছেন মানছেন না অভিষেক পোড়েল

অলস্পোর্ট ডেস্ক:‌ ইডেন গার্ডেনসে বাংলা ও গুররাটের মধ্যে রনজি ট্রফির ম্যাচ দেখতে শনিবার ক্লাব হাউসের স্কাউট বক্সে হাজির ছিলেন জাতীয় দলের নির্বাচক রুদ্রপ্রতাপ সিং। প্রাক্তন পেসারের নজর গুজরাটের কোনও বোলার কেড়েছেন কিনা বলা শক্ত, কারণ ইডেনের উইকেটে কোনওরকম জুজু না থাকা সত্ত্বেও ভুল শট খেলে নিজেদের উইকেট প্রতিপক্ষকে উপহার দিয়েছেন বাংলার ব্যাটাররা। তাতেই প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার রান ২৪৪/‌৭। ক্রিজে থেকে লড়ছেন সুমন্ত গুপ্ত। উত্তরাখন্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। শনিবার অপরাজিত থাকলেন ৫৮ রান করে। সঙ্গে আকাশদীপ।

দিনের শেষে প্রচারমাধ্যমের সামনে এসে খারাপ শট খেলে আউট হওয়ার জন্য আক্ষেপ ঝরে পড়ল বাংলার ব্যাটার অভিষেক পোড়েলের মুখ থেকে। উইকেটে জমে যাওয়ার মুখে নিজের উইকেট দিয়ে আসেন পোড়েল। তার জন্য মাঠ থেকে বেরুনোর সময় সতীর্থ কাম দাদা ঈশান পোড়েলের ধমকও খান। পোড়েল বলেন, ‘‌ দলের কয়েকজন খারাপ শট খেলে আউট হয়েছেন। তার পিছনে গুজরাটের বোলারদের কোনও কৃতিত্ব নেই। আমিও তার শিকার। লেফট সাইডে অনেকটা গ্যাপ দেখে সুইপ মারতে গিয়ে বলের লাইন ফস্কাই। দুর্ভাগ্য আউট হলাম। নইলে বড় রান বাঁধা ছিল। ওই শটটা না মারলেই ভাল হত, এখন মনে হচ্ছে।’‌

প্রথম দিনের শেষে ৭ উইকেটে ২৪৪ রান কি বাংলাকে কিছুটা চাপে রাখছে?‌ অভিষেকের মতে, ‘‌না, তেমন কোনও ব্যাপার নেই। রানটা যথেষ্ট নয় যেমন, তেমন খারাপও নয়। একটা সময় মনে হচ্ছিল, ২৫০ রানের কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে না। সেটা হয়েছে। এখনও ক্রিজে সুমন্ত(‌৫৮)‌ আর আকাশদীপ আছে। রবিবার সকালে এক থেকে দেড় ঘন্টা ব্যাট করতে পারলে আরও বেশ কিছু রান যোগ হবে, যা আমাদের লড়াই করার পক্ষে যথেষ্ট। আমাদের বোলিং স্ট্রেংথ বেশ শক্তিশালী। গুজরাটকে বেগ দেওয়ার মতো।’‌

ত্রিপুরার বিরুদ্ধে পরের ম্যাচে অভিষেক পোড়লের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা প্রবল। অভিমন্যু ঈশ্বরণ থাকবেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার কারণে। সেক্ষেত্রে সহ অধিনায়কের ভূমিকায় থাকা অভিষেকের ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হওয়া জরুরি। বিশেষ করে একজন জাতীয় নির্বাচক যখন এই ম্যাচে হাজির রয়েছেন। অভিষেক কথা দিলেন, প্রথম ইনিংসে যে ভুলগুলো তাঁরা করেছেন ব্যাটিংয়ে, দ্বিতীয় ইনিংসে তার পুনরাবৃত্তি ঘটাবেন না। আপাতত লক্ষ্য বাংলার প্রথম ইনিংসের রান ৩৫০য়ের আশেপাশে নিয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গুজরাটের ইনিংস গুটিয়ে দেওয়া।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments