অলস্পোর্ট ডেস্ক: জেতা ম্যাচ হাতাছাড়া হয়ে গেল বাংলার। জিতলে ৬ পয়েন্ট সহ বোনাস পয়েন্ট প্রাপ্তির সম্ভাবনা থাকত। বুধবার সুবিধাজনক অবস্থায় থেকেও রনজি ট্রফি এলিট ম্যাচে আসামকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে ব্যর্থ বাংলা। আসামের ব্যাটাররা চতুর্থদিন সারাদিন ধরে কল্যানীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাদেমি গ্রাউন্ডের পিচে দাঁত কামড়ে পড়ে থেকে ৯ উইকেটে ২৮২ রান তুললে, ম্যাচে যবনিকা পড়ে যায়। আসামকে হারাতে হলে ৪১ রান তোলার জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হল বাংলাকে। কিন্তু সে সময়টুকু মেলেনি। শেষপর্যন্ত ম্যাচটা ড্র হয়ে যাওয়ায় বাংলা ক্রিকেট দলকে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল। উল্টে ম্যাচ ড্র করার সুবাদে ১ পয়েন্ট পেল আসাম।
আসাম প্রথম ইনিংসে করেছিল ৮০.২ ওভারে ২০০ রান। সরুপম পুরকায়স্থর ৬২, এস সি গাধীগাঁওকারের ৫৩, প্রদ্যুন শইকিয়ার ৩৮ রানের সুবাদে। প্রথম ইনিংসে আসামকে কম রানে ভেঙে রাখতে বড় ভূমিকা নিয়েছিলেন মহম্মদ শামি(৩-৬৪), সুরজ সিন্ধু জয়সোয়াল(৩-২৪), মহম্মদ কাইফ(২-৩০)।
জবাবে বাংলা প্রথম ইনিংসে তুলেছিল ৪৪২ রান। শাহবাজ আমেদের দুরন্ত ১০১ রান, সুমন্ত গুপ্তর ৯৭, অভিমন্যু ঈশ্বরণের ৬৬, শাকিব হাবিব গান্ধীর ৫৮, অনুষ্টুপ মজুমদারের ৪৩ রানের জোরে। আসামের মুক্তার হোসেন, আব্দুল আজিজ কুরেশি, আকাশ সেনগুপ্ত, ঋতুরাজ বিশ্বাস ২টি উইকেট পান।
আসাম ২৪২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষ ব্যাট করতে নেমে ৫.৬ ওভারের মধ্যে ৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যের মুখে পড়েছিল। মনে হয়েছিল চতুর্থদিনে আসামের ইনিংস শেষ হওয়া শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আসামের ব্যাটারদের ভাবনা ছিল অন্যরকম। দীনেশ দাস(৭৩) ও এস সি গাধীগাঁওকার(৬৭) চতুর্থ উইকেটের জুটিতে ১১১ রান যোগ করে প্রাথমিক ধাক্কাটা সামলে দেন। তারপর বাকি দিন বিভিন্ন সময় শিবশঙ্কর রায়(৫২),ঋতুরাজ বিশ্বাস(১৩), আকাশ সেনগুপ্ত(১৩) রান করে আসামের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার শুধু করেন এমন নয়, অনেকটা সময় কেড়ে নেন বাংলার থেকে। প্রশংসা করতে হবে আব্দুল আজিজ কুরেশির ২৩ রানে অপরাজিত থাকার জন্য। তিনি আয়ুস্মান মালাকার(৯) ও মুক্তার হোসেনের সঙ্গে জুটি বেঁধে ১২০.৪ ওভারে ৯ উইকেটে ২৮২ রান তুললে ম্যাচ ড্র হয়ে যায়। মহম্মদ শামির ২ ও শাহবাজের ৪ উইকেট প্রাপ্তি জয় এনে দিতে পারেনি আসামের টেল এন্ডার ব্যাটারদের দৃঢ়তায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





