অলস্পোর্ট ডেস্ক: মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (এসিএল২) খেলার জন্য ইরানে না যাওয়ার সিদ্ধান্তে রীতিমতো রেগে রয়েছে দলের সমর্থকরা। মঙ্গলবার সমর্থকদের প্রতিবাদের সময় দলের বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে সমর্থকদের দীর্ঘ সময় কথা বলতে দেখা যায়। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ক্লাবের সোশ্যাল মিডিয়া ফ্যান পেজগুলিতে ভাইরাল হয়েছে, যেখানে জেসন কামিংস, দিমিত্রি এবং জেমি ম্যাকলারেনের মতো খেলোয়াড়দেরকে সমর্থকদের সঙ্গে তাদের এসিএল ২ খেলতে না যাওয়ার বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে। সেখানে কামিন্সকে বলতে শোনা যায়, ‘‘আমাদের সেখানে যাওয়া সম্ভব ছিল না।’’ সমর্থকরা পাল্টা বলেন, ‘‘আমাদের ক্লাবের সম্মানহানি হচ্ছে এতে। তোমরা যেতে পারবে না, ভারতীয় প্লেয়াররা তো রয়েছে।’’
ইরানের সেপাহান এফসির বিরুদ্ধে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু একাধিক বিদেশি খেলোয়াড়ের সে দেশে যাওয়ার সমস্যার কারণে দলটি সম্মিলিতভাবে ইরান ভ্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে এএফসি টুর্নামেন্টের নিয়মের ৫.২ ধারা অনুসারে এই মরসুমের এসিএল ২ থেকে মোহনবাগানের নাম তুলে নেওয়ার কথা ঘোষণাও করে দেওয়া হয়েছে। মোহনবাগান একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়েছিল, যেখানে দলের সব প্লেয়াররা যেতে পারবে। কিন্তু তা মেনে নেয়নি এএফসি।
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং স্পেন-সহ বেশ কয়েকটি জাতীয় সরকারী পরামর্শ ইরান ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছিল, নিরাপত্তা ঝুঁকি এবং জরুরি কনস্যুলার সহায়তার অভাবের কথা উল্লেখ করে। ক্লাবটি এই ধরনের ভ্রমণের জন্য বীমা কভারেজের অভাবের কথাও তুলে ধরেছিল, যা খেলোয়াড়দের জন্য সেপাহান ভ্রমণকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছিল। প্লেয়ার, সাপোর্ট স্টাফ ও তাদের পরিবারের নিরাপত্তাই ক্লাবের জন্য অগ্রাধিকার বলে জানিয়ে ইরানে এসিএল ২ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল মোহনবাগান।
তবে বার বার মোহনবাগানের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সমর্থকরা। গত মরসুমেও একই ঘটনা ঘটেছিল। সে বার কোনও প্রতিবাদ না হলেও এবার রীতিমতো ক্ষোভে ফুসছে সবুজ-মেরুন সমর্থকরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার