অলস্পোর্ট ডেস্ক: কলকাতায় সফরের সময় জার্মানির কিংবদন্তী ফুটবলার বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউস জোরের সঙ্গে বলেছিলেন, স্লোভাকিয়াকে হারিয়ে তাঁর দেশ ২০২৬ বিশ্বকাপে খেলার ছাড়পত্র আদায় করে নেবে সরাসরি। প্লেঅফের অপেক্ষায় থাকতে হবে না। ম্যাথাউসের কথা মিলে গেছে। স্লোভাকিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে জার্মানি বিশ্বকাপের মূল পর্বে গেছে।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি গত দুটো বিশ্বকাপে প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি। সেটা মাথায় রেখেই ম্যাথাউস বলেছিলেন, গত দুটো বিশ্বকাপে জার্মানির খেলায় অনেক ভুল ছিল। আশা করছেন, এবার তার পুনরাবৃত্তি হবে না। জার্মানি বিশ্বকাপের মূল পর্বে কি করবে, তার জন্য এখন বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, তবে ম্যাথাউসের মতো জার্মানির ফুটবলপ্রেমী বাকি জনগন নিজের দেশের বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আনন্দের জোয়ারে ভাসছেন। স্লোভাকিয়ার বিরুদ্ধে খেলার আগে দু’দলই দাঁড়িয়েছিল ১২ পয়েন্টে। জার্মানি জিতে শীর্ষে গেল। স্লোভাকিয়াকে এখন প্লেঅফ খেলতে হবে বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রাখতে।
সেপ্টেম্বরে বাতিস্লাভায় স্লোভাকিয়ার কাছে হেরেছিল জার্মানি। কিন্তু গ্রুপ লিগের শেষ ম্যাচে সেই স্লোভাকিয়াকে শুরু থেকেই চাপে রেখে জয় তুলে নেয় তারা। ১৮ মিনিটে হেডে গোল করে জার্মানিকে এগিয়ে দেন নিক ওলটোমেড। ২৯ মিনিটে লিওন গোরেতকার পাস থেকে ২-০ করেন সের্গেই গ্যানারবি। ৩৬ ও ৪১ মিনিটে লেরয় শেন দু’গোল করে জার্মানির জয় প্রায় নিশ্চিত করে দেন। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল চাপিয়ে দেন রিডল বাকু ও আসান ওয়েডড্রাগো।
জয়ের পর স্ট্রাইকার ওলটামেড বলেন, ‘ আমরা ম্যাচটা সত্যি খুব ভাল খেলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে খেলার দখল নিতে দিইনি। আগের হারটা আমাদের মাথায় ছিল। বদলা নিয়ে ভাল লাগছে। এখন বিশ্বকাপের মূল পর্বে এমনই সেরা খেলা চাই।’
লিথুনিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে জিতে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে গেল হল্যান্ডও। পোল্যান্ডের থেকে ৩ পয়েন্ট এগিয়ে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করে। পোলান্ড ৩-২ গোলে মালটাকে হারিয়ে প্লেঅফ খেলার সুযোগ পাচ্ছে। হল্যান্ডের পক্ষে গোল করেন তিজানি রেইন্ডারস, কোডি গ্যাকপো, জাভি সিমন্স, ডনিয়েল মালেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





