অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ৫-১ গোলে হারের রেশ কাটিয়ে বৃহস্পতিবার বাংলাদেশকে হারালেন সুনীল ছেত্রীর দল। তবে, বাংলাদেশ ম্যাচেও যে ভারত খুব স্বচ্ছন্দে জিতল তেমনটা নয়। এদিন বাংলাদেশকে হারাতেও বেশ বেগ পেতে হল ভারতীয় দলকে। ম্যাচের শুরুটা ভালই হয়েছিল ভারতের। কিন্তু, মাঝেমধ্যেই গতিতে খেই হারিয়ে ফেলছিল দল। একের পর এক সুযোগ পেয়েও গোল করতে পারছিল না ভারত। বাংলাদেশের গোলপোস্টের সামনে পাহাড়ের মতোন দাঁড়িয়ে ছিলেন মিতুল মার্মা। অবশ্য শেষ অবধি তিনি পারলেন না সুনীলের গোল রক্ষা করতে। ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করলেন সুনীল ছেত্রী। সেই গোলেই ম্যাচ জিতল ভারত।
প্রথমার্ধে, তেমন গোল করার সুযোগ দু’দলেরই হয়নি। শেষের দিকে একটি সুযোগ পায় ভারত। ব্রাইস মিরান্ডার ক্রস থেকে বক্সের ভিতরে বল পান সুনীল কিন্তু তাঁর ডান পায়ের শট বাঁচিয়ে দেন মিতুল। ফিরতি বলে শট করেন রাহুল কেপি। সেই শটও বাঁচিয়ে দেন মিতুল। এরপর ফিরতি বলে তৃতীয় বার গোল করার সুযোগ পেলেও সেটা বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে মাঠ ছাড়ে দু’দল।
দ্বিতীয়ার্ধে, ৬৪ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি কিক থেকে মিরান্ডার জোরালো শট, পোস্টে লেগে ফিরে যায়। সময় যত বাড়ছিল ভারতের উপর চাপ তত বাড়ছিল। ৭৭ মিনিটের মাথায় গোল করার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু গোল বাঁচিয়ে দেন গোলরক্ষক ধীরাজ সিং। ৮৩ মিনিটের মাথায় বক্সের মধ্যে মিরান্ডাকে ফাউল করায় পেনাল্টি পায় ভারত। গোলরক্ষকের ডান দিক দিয়ে বল জালে আটকে দেন সুনীল। এগিয়ে যায় ভারত। এরপর বাকি সময়টুকু অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। শেষে ভারতের কাছে ১-০ গোলে হেরে বাড়ি ফিরতে হয় বাংলাদেশ দলকে।
এই মুহূর্তে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ভারত। শেষ ম্যাচে মায়ানমারকে হারালেই পরের পর্বে যাওয়া পাকা হয়ে যাবে ইগর বাহিনীর।
অন্যদিকে বৃহস্পতিবার এশিয়ান গেমসে চাইনিজ তাইপেইয়ের কাছে ২-১ গোলে হেরে ভারতের ভারতের মহিলা ফুটবল দল। প্রথমার্ধে দারুণ ফুটবল খেললেও শেষটা হতাশাজনকই হল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন অঞ্জু তামাং। তখন ম্যাচের বয়স ৪৭। এর পর জোড়া করে ভারতকে জয়ের হাসি হাসতে দেয়নি চাইনিজ তাইপে। যারা ভারতের থেকে র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





