অলস্পোর্ট ডেস্ক: সিঙ্গাপুরের বিরুদ্ধে ন্যাশানাল স্টেডিয়ামে ৯ অক্টোবর অনুষ্ঠেয় এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের জন্য ২৩ সদস্যের ভারতীয় দলের ফুটবলারদের নাম ঘোষণা করেছেন জাতীয় দলের চিফ কোচ খালিদ জামিল। সিঙ্গাপুরের মাঠে ভারতীয় সময় বিকেল ৫টায় খেলা।
২৩ সদস্যের দলে আছেন গুরপ্রীত, অমরিন্দার, গুরমীত(গোলকিপার), আনোয়ার, রালতে, উভেস, পরমবীর, বেকে, সন্দেশ(ডিফেন্ডার), ব্রেন্ডন, দানিশ, টাংরি, নিকসন, মহেশ, নিখিল, সাহাল, উদান্তা(মিডফিল্ডার), ফারুক, ছাংতে, লিস্টন, রহিম, বিক্রমপ্রতাপ, সুনীল।
চোট সারিয়ে রক্ষণে সন্দেশ ঝিঙ্গান ও কাফা নেশনস কাপে না থাকার পর ভারতীয় দলের স্ট্রাইকিং লাইনে সুনীল ছেত্রীর ফেরাটা অবশ্যই বড় ব্যাপার। খালিদের দলের শক্তি বাড়াচ্ছে সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের আগে।
সিঙ্গাপুরের বিরুদ্ধে এই ম্যাচটা ভারতীয় দলের কাছে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখার লড়াই। না জিতলে কার্যত ছিটকে যাবে ভারতীয় দল ২০২৭ সৌদি আরব এশিয়ান কাপের মূল পর্বের দৌড় থেকে। কারণ প্রথম ২ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ স্থানে আছে ভারত।
সেটা মাথায় রেখে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ভারতীয় দল রওনা হওয়ার আগে কোচ খালিদ জামিলের প্রতিক্রিয়া, ‘ আমরা এখন গ্রুপের অবস্থান বা পয়েন্ট টেবিল নিয়ে ভাবছি না। এখনও ৪টে ম্যাচ খেলা বাকি আছে আমাদের। আপাতত আমাদের যাবতীয় ফোকাস সিঙ্গাপুরের বিরুদ্ধে ৯ অক্টোবর ম্যাচে। তার বেশি ভাবতে চাই না। ম্যাচ ধরে ধরে এগোনোই লক্ষ্য।’
যদিও ২৩ সদস্যের দল বেছেছেন কোচ খালিদ, তবে একইসঙ্গে ১৪ অক্টোবর ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে ফিরতি ম্যাচের জন্য মহম্মদ সুহেল ও গোলকিপার ঋত্বিক তিওয়ারিকে স্ট্যান্ড বাই হিসেবে রেখেছেন। এর মাঝে দরকার পড়লে, তাদের সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেও শামিল করা হতে পারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার