অলস্পোর্ট ডেস্ক: এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে ন্যাশানাল স্টেডিয়ামে ৯ অক্টোবর ভারতের মুখোমুখি হবে সিঙ্গাপুর ফুটবল দল। অ্যাওয়ে ম্যাচ খেলবে সিঙ্গাপুর গোয়ার মাঠে ১৪ অক্টোবর। গ্রুপ সি-তে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে সিঙ্গাপুর। হংকংয়ের সঙ্গে গোলশূণ্য ড্র করার পর বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে তারা। তাই ঘরের মাঠে ভারতকে হারিয়ে ৩ পয়েন্ট পেতে মরিয়া সিঙ্গাপুর এশিয়ান কাপ খেলার পথ প্রশস্ত করতে। সেখানে ভারতীয় ফুটবল দলের কাছে এই ম্যাচ কার্যত মরণ বাঁচনের। কারণ পয়েন্ট পেলেই শুধু হবে না, ৩ পয়েন্ট না পেলে, ২০২৭ সৌদি আরব এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনায় কার্যত ইতি পড়ে যাবে।
ভারত যে এই কারণে ৯ অক্টোবর ম্যাচে প্রচন্ড চাপে থাকবে, এটা জানে সিঙ্গাপুর। একইসঙ্গে ভারতীয় দলের মোকাবিলার জন্য বিশেষ প্রস্তুতিও নিয়েছে সিঙ্গাপুর, তাদের অন্তর্বর্তীকালীন চিফ কোচ গাভিন লির কাছে। তাঁর বক্তব্য, ‘ ভারতের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলার জন্য সেপ্টেম্বর ফিফা উইন্ডোকে দারুন ভাবে কাজে লাগিয়েছি। লক্ষ্য একটাই, দুটো ম্যাচ থেকে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে নিয়ে এশিয়ান কাপে খেলার সম্ভাবনা বাড়িয়ে তোলা। যে দলটাকে বেছেছি, সেটা এইমুহূর্তে সেরা ছন্দে আছে। ফুটবলাররা জানে এশিয়ান কাপের মূল পর্বে খেলার গুরুত্ব কতটা। সুতরাং ভারতের বিরুদ্ধে সামনের দুটো ম্যাচে মাঠে নেমে যে নিজেদের সেরাটা দেবে ওরা, সে বিশ্বাস আমার আছে। ফুটবলারদের বলেছি, বাড়তি চাপ না নিয়ে খেলাটা উপভোগ করতে।’
সেপ্টেম্বর উইন্ডোতে চোটের জন্য খেলতে না পারলেও এখন ফিট হয়ে দলে ফিরেছেন সিঙ্গাপুরের অধিনায়ক হ্যারিস হারুন। এছাড়া সিনিয়র দলে প্রথমবার খেলার সুযোগ পেতে চলেছেন দুই মিডফিল্ডার ওঙ্গ ইউ এন ও জোনান তান।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ১৩ বার সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে ভারত। তার মধ্যে ৭বার জিতেছে সিঙ্গাপুর, ভারত মাত্র ৪ বার। ড্র হয়েছে ২টি ম্যাচ। শেষবার ২০০৪ সালে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত জিতেছিল রেনেডি সিংয়ের গোলে ফিফা বিশ্বকাপ এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচে। ২০২২ সালে দু’দলের মধ্যে শেষ সাক্ষাতের ম্যাচটি ১-১ হয়েছিল। ভিয়েতনামের হোচিমিন সিটিতে হাং তিন ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে। তখন কোচ ছিলেন ইগর স্টিমাচ। ভারতের হয়ে গোল করেছিলেন আশিক কুরুনিয়ান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার