Thursday, November 20, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলআরাতার দলে এবার নাম লেখানোর পথে রায়ানও

আরাতার দলে এবার নাম লেখানোর পথে রায়ানও

অলস্পোর্ট ডেস্ক:‌ বাংলাদেশের বিরুদ্ধে ১৮ নভেম্বর অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে ঢাকা গেল ভারতীয় দল। ম্যাচটা নিতান্তই নিয়মরক্ষার। কারণ ইতিমধ্যেই আগের ৪ ম্যাচের মধ্যে একটিও ম্যাচ না জিতে, বরং বলা ভাল, দুটি ম্যাচ ড্র করে, আর দুটি হেরে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে ভারত।

এই নিয়মরক্ষার ম্যাচ দুটি কারণে গুরুত্বপূর্ণ। এক, ঘরের মাটিতে মানোলো মারকোয়েজের কোচিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছিল ভারতীয় দল। স্বাভাববিকভাবেই এবার মানোলোর জায়গায় কোচের দায়িত্ব পাওয়া খালিদ জামিল ঢাকার মাঠে বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নিতে পারেন কিনা, সেটা দেখার।

দিতীয় উল্লেখযোগ্য বিষয় হল, ঢাকাগামী ভারতীয় দলে রায়ান উইলিয়ামসের অন্তর্ভুক্তি। জাপানি ফুটবলার ইজুমি আরাতার ভারতীয় দলে ঢুকতে অনেকটা সময় লেগেছিল জাপানের পাসপোর্ট পরিত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরও। সেখানে বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএলে খেলা রায়ান উইলিয়ানস অস্ট্রেলিয়ান পাসপোর্ট ছেড়ে ভারতীয় পাসপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় শিবিরে ডাক পান। ভারতীয় দলের কোচ খালিদ জামিল বুঝেছিলেন, সুনীল ছেত্রী পাকাপাকিভাবে অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর ভারতের ফরোয়ার্ড লাইন শক্তিশালী করতে খেলার মাঝে থাকা রায়ানকে দরকার। তাই রায়ানকে ২৩ সদস্যের ভারতীয় দলে রেখেই তিনি ঢাকা গেছেন।

তবে রায়ান দলের সঙ্গে ঢাকা গেলেও, বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে থাকবেন কিনা, বা খেলার সুযোগ পাবেন কিনা, তা নির্ভর করছে, অস্ট্রেলিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের নো অবজেকশন সার্টিফিকেট ও একইসঙ্গে এএফসি-‌ফিফার অনুমোদনের ওপর। যদি রায়ান বাংলাদেশের বিরুদ্ধে খেলেন, তাহলে ইজুমি আরাতার পর তিনিই হবেন, দ্বিতীয় ফুটবলার যিনি নিজের আগের দেশের নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় দলের জার্সি গায়ে চাপাবেন। এনিয়ে অবশ্য রায়ান নিজে বেশ উত্তেজিত। ইতিমধ্যেই বলেছেন, ভারতীয় দলের জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। ভারতের সমর্থকদের প্রত্যাশাপূরণের জন্য সেরা দিতে তৈরি।

খালিদের ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন গুরপ্রীত,ঋত্বিক,সাহিল (‌গোলকিপার)‌, আকাশ, আনোয়ার, বিকাশ, রালতে, জয়, পরমভীর, বেকে, সন্দেশ(‌ডিফেন্ডার)‌, ব্রাইসন, ফানাই, ম্যাকারটন, মহেশ, নিখিল, সুরেশ(‌মিডফিল্ডার)‌, এডমুন্ড, ছাংতে, সানান, রহিম, রায়ান, বিক্রমপ্রতাপ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments