অলস্পোর্ট ডেস্ক: রাজগিরে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে অংশ নেয়নি পাকিস্তান হকি দল। নিরাপত্তার সাফাই দিয়ে। এনিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান হকি ফেডারেশন। ভারতীয় হকি সংস্থার পক্ষে বলা হয়েছিল, পাকিস্তানের খেলতে না আসার পেছনে দেওয়া যুক্তি ভিত্তিহীন। তারওপর এশিয়া কাপ ক্রিকেটে সামপ্রতিক হ্যান্ডশেক বিতর্ক ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে চাপান উতোর তুঙ্গে। সেই উত্তেজনার পারদ চড়াকালীনই ২০২৫-২৬ এফআইএইচ প্রোলিগের সূচী ঘোষণা করল আন্তর্জাতিক হকি ফেডারেশন(এফআইএইচ) ভারত ও পাকিস্তানকে রেখে।
সুচীতে পাকিস্তানের সঙ্গে বিশ্বের নামী হকি দলের বিরুদ্ধে খেলার দিন জানানোর পাশাপাশি ভারত-পাকিস্তান লড়াইয়ের দিন ঘোষণা করে দিল এফআইএইচ। ইংল্যান্ডের মাটিতে আগামী বছর ২৩-২৮ জুন ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে প্রোলিগের সূচী অনুযায়ী। ভারত সরকারের নীতি অনুযায়ী বহুদেশীয় কোনও খেলায় পাকিস্তানের মুখোমুখি হওয়ায় কোনও আপত্তি নেই। তারওপর খেলা যদি নিরপেক্ষ কোনও দেশের মাঠে হয়, তাহলে ভারত-পাকিস্তানের মুখোমুখি হতে আরওই কোনও সমস্যা নেই।
প্রোলিগে পাকিস্তান হকি দলের অন্তর্ভুক্তি সেদেশের হকির সুদিন ফেরানোর জন্য ভাল সুযোগ। প্রোলিগে ভারত, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, জার্মানি, ইংল্যান্ড, হল্যান্ড, স্পেন, আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের সঙ্গে পাকিস্তানের খেলা যেমন চ্যালেঞ্জিং , তেমন এটা একটা বড় সুযোগও চ্যাম্পিয়ন হয়ে ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক গেমসে সরাসরি যোগ্যতার্জনের দরজা খুলে যাওয়া। বাকি দলগুলোও সেই লক্ষ্যেই সারাবছর প্রোলিগের লড়াইয়ে ঝাঁপাবে। যদিও পাকিস্তান হকির এখন যা অবস্থা, তাতে তাদের ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকে খেলার স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার