Thursday, November 20, 2025
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাসম্মুখ সমরে দুই ভারতীয় সেনা দল, বেটন কাপ ফাইনালে আর্মি বনাম এয়ারফোর্স

সম্মুখ সমরে দুই ভারতীয় সেনা দল, বেটন কাপ ফাইনালে আর্মি বনাম এয়ারফোর্স

সুচরিতা সেন চৌধুরী: বেটন কাপ মানে ইতিহাস। বেটন কাপ ভারতীয় হকির প্রাণ প্রতিষ্ঠার মঞ্চ। তবে কালের নিয়মে ঐতিহ্য হারিয়েছে শতাব্দী প্রাচীন এই হকি টুর্নামেন্ট। যা শুরু হয়েছিল এই কলকাতা শহরে। যখন ফুটবলের থেকেও হকিকে নিয়ে উত্তাল হতো কলকাতা ময়দান। যখন ইস্টবেঙ্গল, মোহনবাগানের লড়াইয়ে একইরকম ভাবে জ্বলে উঠতেন সমর্থকরা। হকির জন্য বার বার উত্তপ্ত হয়েছে কলকাতার মাঠ। এর পর ঘাসের মাঠ থেকে হকি অ্যাস্ট্রোটার্ফে পৌঁছে যেতেই ছন্দপতন। হকির এই বদলের সঙ্গে তাল মিলিয়ে বাংলার হকিকে এগিয়ে নিয়ে যেতে কেটে গিয়েছে কয়েক দশক। শেষ পর্যন্ত অ্যাস্ট্রোটার্ফের মুখ দেখেছে কলকাতা তাও আবার ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী বিবেকানন্দ স্টেডিয়ামে।

১২৬তম বেটন কাপের আসর এবার বসেছিল সেই নবনির্মিত হকি স্টেডিয়ামেই। নীল অ্যাস্ট্রোটার্ফ আর আর্দেন গ্যালারিতে এ যেন বিদেশের হকির আবহ, তবে দর্শকাসন নজর কাড়ল না। কলকাতার মানুষকে হকিমুখো করতে আরও অনেকটাই খাটতে হবে। একটা বেটন কাপ আয়োজন করে টার্ফকে বিশ্রাম দিলে যেমন টার্ফ খারাপ হয়ে যাবে তেমন যতটুকু হকি নিয়ে আলোচনা শুরু হয়েছে তাও হারিয়ে যাবে যা প্রমাণ হয়ে গিয়েছে গত কয়েকদিনে। বেটন কাপের আসর উদ্বোধনী দিনের পর জনমানবশূন্য। তবে এর মধ্যেই শনিবার জোড়া সেমিফাইনাল শেষে রবিবারের দুই ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেল। এবার বেটন কাপ হকি ২০২৫-এর ফাইনালে মুখোমুখি দুই সেনা দল। একজন এয়ারফোর্স ও অন্যজন আর্মি একাদশ (রেড)।

শনিবার বেটন কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আর্মি একাদশ (রেড) ও ইন্ডিয়ান নেভি। গত দু’বারের চ্যাম্পিয়ন নেভিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় আর্মি একাদশ। ম্যাচের ১০ মিনিটেই প্রতাপ শিন্দের ফিল্ড গোলে এগিয়ে আর্মি। এর পর ৪৫ মিনিটে ব্যবধান বাড়ান মাসি দাস হেরেঞ্জ। শেষ কাজটি করে যান পেনাল্টি স্ট্রোক থেকে ৫৬ মিনিটে যোবানপ্রীত সিং। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অভিজ্ঞ কানারা ব্যাঙ্ক ও ফিট ইন্ডিয়ান এয়ারফোর্স। সব হিসেব বদলে মন্থর ম্যাচে ২-০ গোলে বাজিমাত এয়ারফোর্সের। প্রথম গোল ২৮ মিনিটে রাহুল কুমার রাজভরের ও দ্বিতীয় গোল ৫৭ মিনিটে নীতিশ কোরোর। রবিবার ফাইনালে একে অপরের বিরুদ্ধে নামবে আর্মি ও এয়ারফোর্স।

উদ্বোধনী দিনের পর আবার জমজমাট হতে চলেছে বেকন ফাইনালের মঞ্চ। যে মঞ্চে থাকবেন একঝাঁক তারকা। কে নেই সেই তালিকায়। হকি বেঙ্গলের সভাপতি সুজিত বোস আর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এবার যোগ দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিংয়ের সঙ্গে দেখা যাবে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে এই বেটন ফাইনালের চমক হয়ে উঠতে চলেছেন প্রাক্তন জার্মান ফুটবলার লোথার মাথাউস। এই মুহূর্তে তিনি কলকাতায় রয়েছেন। রবিবার ফুটবলের মঞ্চ থেকে সরাসরি হাজির হবেন হকির টার্ফে। এই সব তারকাদের নিয়েই জমজমাট হতে চলেছে দুই সেনা হাড্ডাহাড্ডি লড়াই, তবে হকির ময়দানে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments