অলস্পোর্ট ডেস্ক: হংকং ওপেন সুপার ৫০০-তে শেষ দিন পর্যন্ত টিকে ছিল ভারত। আর তাঁর কারিগর ছিলেন ভারতীয় পুরুষ ডবলস জুটি সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি। দিনের প্রথম ফাইনালে চিনা জুটির কাছে হেরে রানার্স হয়েই শেষ হয় ভারতীয় ডবলস জুটির অভিযান। তবে তখনও বেঁচে ছিল ভারতের চ্যাম্পিয়নের আশা। আর সেই আশা বাঁচিয়ে রেখেছিলেন ভারতীয় সিঙ্গলস শাটলার লক্ষ্য সেন। প্রতিপক্ষ ছিলেন চিনের লি শি ফেং। এর আগে লক্ষ্য বিশ্বের ৬ নম্বর খেলোয়াড় চৌ তিয়েন চেনকে ২৩-২১, ২২-২০ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন। গত নভেম্বরে সৈয়দ মোদী সুপার ৩০০-এর পর এটি লক্ষ্যের প্রথম ফাইনাল ম্যাচ ছিল। যেখানে জয় এল না। ১৫-২১, ১২-২১-এ মাত্র ৪৫ মিনিটেই হেরে গেলেন লক্ষ্য সেন।
এদিন প্রথম সেটের শুরুটা ভাল করলেও ১৫-২১-এ হেরে যেতে হয় লক্ষ্য সেনকে। শুরুতেই ৪-০-তে এগিয়ে গিয়েছিলেন। যদিও পরক্ষণেই ৫-৩-এ ব্যবধান কমান লি। এর পর ৬-৩ থেকে ৯-৯ করে ফেলে লি। ১০-১০ ফলাফল থেকে পিছিয়ে পড়তে শুরু করে ভারতের লক্ষ্য সেন। যখন প্রতিপক্ষ ক্রমশ তাঁর দিকে ব্যবধান বাড়িয়ে নেন। সেই ব্যবধান ঘুঁচিয়ে ঘুরে দাঁড়াতে পারেননি ভারতীয় শাটলার। যার ফল ১৫-২১-এর ব্যবধান ধরে রেখে প্রথম গেম জিতে নেন লি।
পিছিয়ে পড়ে আরও যেন কিছুটা মন্থর গতিতেই খেলা শুরু করেন লক্ষ্য সেন। প্রথম সেটে যেভাবে এগিয়ে শুরু করেছিলেন, দ্বিতীয় সেটে তেমনটা হল না। বরং শুরু থেকে পিছিয়ে থেকে মাঝে একবার সমতায় ফিরলেও তা ধরে রাখতে ব্যর্থ হন লক্ষ্য। এর পর লি ক্রমশ ব্যবধান বাড়াতে থাকেন। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি লক্ষ্য সেন। যেন কিছুটা বিনা লড়াইয়েই স্ট্রেট সেটে হেরে ভারতীয় জুটির মতো রানার্স হয়েই শেষ করতে হল লক্ষ্য সেনকে। ১২-২১-এ দ্বিতীয় সেট হেরে শেষ করলেন লক্ষ্য সেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার