অলস্পোর্ট ডেস্ক: প্রত্যাশামতোই টোকিও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিযনশিপের পুরুষ জ্যাভেলিনের কোয়ালিফাইং রাউন্ডের বাধা সহজে টপকে ফাইনালে গেলেন গতবারের চ্যাম্পিয়ন ভারতের নীরজ চোপরা। বাড়তি উদ্যম না দেখিয়ে প্রথম প্রচেষ্টাতেই অনায়াস ভঙ্গিতে ৮৪.৯৫ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতার্জন করেন টোকিও অলিম্পিকে সোনা ও প্যারিসে রুপো জয়ী নীরজ। ফাইনালে উঠেছেন ভারতের আরও এক জ্যাভেলিন থ্রোয়ার শচীন যাদব ৮৩.৬৭ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে। ভারতীয় অন্য দুই থ্রোয়ার রোহিত যাদব ও যশবীর ফাইনালে কোয়ালিফাই করতে পারেননি।
২০২৩য়ে বুদাপেস্ট বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সোনা জিতেছিলেন নীরজ ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে। পাকিস্তানের আর্শাদ নাদিম পেয়েছিলেন রুপো(৮৭.৮২ মিটার)। আর ইয়াকুব ভাদলেইচ জিতেছিলেন ব্রোঞ্জ (৮৬.৬৭ মিটার)। টোকিতে এবার কোয়ালিফাইং রাউন্ডে নীরজ ও নাদিম এক গ্রুপে ছিলেন না। নাদিম অন্য গ্রুপ থেকে ফাইনালে গেছেন ৮৫.২৮ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে। নীরজের সামনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খেতাব রক্ষার চ্যালেঞ্জ পরপর দুবার সোনা জয়ের। এর আগে নীরজের বর্তমান কোচ জ্যান জেলেনি( ১৯৯৩ ও ৯৫), ও পিটারসের (২০১৯ ও ২২) এই কৃতিত্ব আছে।
দুটো গ্রুপ মিলিয়ে যাঁরা ফাইনালে উঠেছেন, তাঁরা হলেন অ্যান্ডারসন পিটার্স (৮৯.৫৩), জুলিয়ান ওয়েবার (৮৭.২১), জুলিয়াস জেগো (৮৫.৯৬), ডাভিড ওয়েগনার (৮৫.৮৭), আর্শাদ নাদিম (৮৫.২৮), নীরজ চোপরা (৮৪.৯৫), কার্টিস থমসন (৮৪.৭২), ইয়াকুব ভাদলেইচ (৮৪.১১), কেশোর্ন ওয়ালকট (৮৩.৯৩), শচীন যাদব (৮৩.৬৭), ক্যামেরন ম্যাকএনটাইরে (৮৩.০৩), রুমেশ থারাঙ্গা পথিরাগে (৮২.৮০)।
নীরজ মে মাসে দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটারের মার্ক অতিক্রম করে ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়ার পর প্যারিস ডায়মন্ড লিগে ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন। নীরজের সোনা জেতার লড়াইটা চ্যালেঞ্জিং হবে জুলিয়ান ওয়েবার দুরন্ত ছন্দে থাকায়। গত মাসে ডায়মন্ড লিগে ওয়েবার ৯১.৫১ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে সোনা জিতে সবাইকে চমকে দেন। সেখানে নীরজের জ্যাভেলিন ছোঁড়ার দূরত্ব ছিল ৮৫.০১ মিটার। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়। ফাইনালে ওয়েবার ছাড়াও পাকিস্তানের নাদিম কতটা দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে লড়াই জমিয়ে দেন, সেটা এখন দেখার। প্যারিস অলিম্পিকে নাদিমের দুরন্ত ফর্ম সোনা এনে দিয়েছিল। সেই ফর্মটা এবার টোকিওতেও দেখাতে পারবেন কিনা, সেটা ফাইনালেই বোঝা যাবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার