Wednesday, October 8, 2025
No menu items!
Google search engine
Homeঅন্য খেলামুম্বইয়ের মাঠে ফুটবলের জাদু দেখাবেন বোল্ট

মুম্বইয়ের মাঠে ফুটবলের জাদু দেখাবেন বোল্ট

‌অলস্পোর্ট ডেস্ক:‌ কিংবদন্তী অ্যাথলিট উসেন বোল্টের ভারত সফর ঘিরে উত্তাল মুম্বই। এক নামী ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি আয়োজিত দু’‌দিনের ক্রীড়া উৎসবে যোগ দিতে বোল্ট এসেছেন। এই উৎসবের সূচনা ৩০ সেপ্টেম্বর। ৮টি অলিম্পিক স্বর্ণ পদকজয়ী বোল্ট ১ অক্টোবর একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেবেন।

ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাটি মুম্বই সিটি ও বেঙ্গালুরু এফসির বানিজ্যিক সহযোগী। তাদের হয়ে দুটি দলের হয়ে এক একটি অর্ধের হয়ে খেলবেন বোল্ট। শুধু বোল্ট নয়, এই প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন একঝাঁক বলিউড তারকা ও নামী ব্যক্তিত্ব।

‘‌ড্রিমসেটগো’‌র ড্রিম আইকন হিসেবে ভারতে পা রেখেছেন বোল্ট। ভারতের স্প্রিন্ট স্কুল মুভমেন্টের অন্তর্গত ‘‌ড্রিম ড্যাশের’‌ গ্র‌্যান্ড ফাইনালে যোগ দিতে। নবীন অ্যাথলিটদের প্রেরণা জোগাতে। অ্যাথলিটরা তাঁর সাক্ষাত পেয়ে, তাঁর সামনে নিজেদের দক্ষতা তুলে ধরতে পেরে অভিভূত।

২০১৪র পর এটা বোল্টের দ্বিতীয়বার ভারত সফর। সেবার বেঙ্গালুরুতে এসেছিলেন বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ। যুবরাজের সঙ্গে একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেন। এমনকি যুবরাজকে ১০০মিটার দৌড়ে চ্যালেঞ্জও জানান। ২০১৭ সালে অ্যাথলেটিক্সের মাঠ থেকে অবসর নেওয়ার পর জামাইকান কিংবদন্তী বোল্টের ফুটবল খেলার প্রতি চিরকালীন ভালবাসা এতটুকু কমেনি। তিনি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে চ্যারিটির স্বার্থে প্রদর্শনী ম্যাচ খেলায় অংশ নিয়েছেন, হাজির হয়েছেন বিশেষ অতিথি হিসেবে। একসময় পেশাদার ফুটবলার হওয়া লক্ষ্য ছিল বোল্টের। বিভিন্ন ক্লাবে অনুশীলন সারেন। ট্রায়ালও দেন। শেষপর্যন্ত স্প্রিন্টের মাঠে ঝড় তুললেও ফুটবলকে মন থেকে মুছে ফেলতে পারেননি বোল্ট। তাই ফুটবলের টানে হাজির হয়ে যান মাঠে ডাক পেলে।

ক্রীড়াপ্রস্তুতকারক সংস্থার পক্ষে কর্তা কার্তিক বালগোপালন জানিয়েছেন, ‘‌ যুব সমাজের মাঝে ফুটবল খুব জনপ্রিয় ভারতে। তাই সেই খেলার জন্য বিশ্বের অন্যতম সেরা আইকন, আমাদের ক্রীড়াসরঞ্জামের গ্লোবাল অ্যাম্বাসাডার হিসেবে বোল্টকে আনতে পেরে গর্বিত। মুম্বইয়ের মাঠে নামার জন্য বোল্ট মুখিয়ে রয়েছেন। বোল্টের অংশ নেওয়ার মুম্বই সিটি ও বেঙ্গালুরু ম্যাচ ঘিরে মুম্বইয়ের মানুষের মাঝে তুমুল উন্মাদনা। টিকিট চাহিদা তুঙ্গে।’‌ এখন ফুটবল মাঠে বোল্টের পায়ের জাদু দেখার অপেক্ষায় মুম্বই। ভিন রাজ্য থেকেও বোল্টপ্রেমীরা তৈরি মাঠে যেতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments