অলস্পোর্ট ডেস্ক: মনের জোরে সব প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্ব জয় করা যে সম্ভব, তা দু’দিন আগেই দেখিয়েছেন শীতল দেবী। বিশ্ব প্যারা তীরন্দাজী চ্যাম্পিয়নশিপের মহিলাদের ব্যাক্তিগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতে। ভারতের প্রবাদপ্রতিম ক্রিকেটার যুবরাজ সিং জীবনযুদ্ধ জিতেছেন ক্যান্সারকে হার মানিয়ে। তাই হাত না থাকা শীতল দেবীর এই অসাধারন কৃতিত্বকে যুবরাজ ছাড়া কেই বা ভাল স্বীকৃতি দিতে পারতেন। শীতল দেবীর সোনা জয়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন যুবরাজ।
হাত নেই, তো কুছপরোয়া নেই। শীতল দেবী লক্ষ্যভেদ করেছেন পায়ে ধনুক ধরে। আর চিবুকে ছিলার সঙ্গে তীরকে টান মেরে। যা গোটা বিশ্বের কাছে বিস্ময়। সারা বিশ্বের প্রতিবন্ধী অ্যাথিলট শুধু নয়, সব মানুষের কাছেই বিশেষ প্রেরণা। ১৮ বছর বয়সী এই তীরন্দাজ বিশ্বের এক নম্বর তুরস্কের ওনজুর কিউট গিরডিকে ১৪৬-১৪৩ স্কোরে হার মানিয়ে সোনা জেতেন। এটা শীতলের তৃতীয় পদক চ্যাম্পিয়নশিপে। এর আগে দলগত মিক্সড বিভাগে তোমান কুমারের সঙ্গে ব্রোঞ্জ জেতেন ব্রিটেনের জোডি গ্রিনহাম-নাথান ম্যাককুইন জুটিকে ১৫২-১৪৯ স্কোরে হারিয়ে। মহিলাদের কম্পাউন্ড ওপেন দলগত বিভাগেও সরিতা-শীতল রুপো জিতেছিলেন ফাইনালে তুরস্ক জুটির কাছে হেরে।
শীতলের এই অদম্য জেদ ও সোনা জয়ের সাধনায় মুগ্ধ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘ অনেক অভিনন্দন শীতলকে। ও গোটা দেশবাসীকে শুধু গর্বিতই করেনি, অনুপ্রাণিত করেছে নিজের সোনা জয়ে। দেখিয়ে দিয়েছে, কোনও প্রতিবন্ধকতাই মানুষকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো থেকে আটকে রাখতে পারে না। জন্ম থেকেই দুটো হাত নেই শীতলের। যখন সকলেই মনে করেছিল, এই অবস্থায় তীরন্দাজি অসম্ভব, তখন সবাইকে ভুল প্রমাণ করেছে শীতল। ১৮ বছরের শীতল শারীরিক অনেক যন্ত্রণা সহ্য করে দিনের পর দিন নিজেকে তৈরি করেছে। শুধু তৈরিই করেনি, সেটাতে সেরা প্রমাণ করেছে। ওর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। শীতল এইমুহূর্তে তীরন্দাজিতে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়ন। শীতলের এই কৃতিত্ব, হার না মানা মনোভাব ভারতের সকল অ্যাথলিট ও মানুষের কাছে শিক্ষণীয়। ওর জন্য ভবিষ্যতে আরও অসংখ্য পদক জয়ের শুভেচ্ছা রইল। এভাবেও শীতল দেশকে গর্বিত করে চলুক।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার