অলস্পোর্ট ডেস্ক: ফাইনাল সহ গ্রুপ পর্যায় ও সুপার ফোর মিলিয়ে হারের হ্যাটট্রিকে নিজেদের ক্রিকেটীরদের ওপর চটে লাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি টি২০ লিগে পাকিস্তান ক্রিকেটারদের অংশগ্রহণের ওপর স্থগিতাদেশ জারি করেছে। পিসিবির সিইও সুমের আমেদ সৈয়দ এই মর্মে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন।
এতে অস্ট্রেলিয়া বিগ ব্যাশে আপাতত বাবর আজম, শাহিন আফ্রিদি, ফাহিম আসরফ, মহম্মদ রিজওয়ান খেলা আটকে গেছে। এর সঙ্গে ১ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠেয় ইন্টারন্যাশানাল লিগ টি২০ তে পাকিস্তানের ১৬ ক্রিকেটারের নীলামে অংশগ্রহণ স্থগিত থাকল।
এটা একধরনের শাস্তি হলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা সরাসরি সেভাবে বলতে নারাজ। বরং তাদের বক্তব্য, পাকিস্তান ক্রিকেটাররা অক্টোবরের ঘরোয়া প্রতিযোগিতা কোয়াদ-ই-আজম ট্রফির খেলায় মন দিক। এই প্রতিযোগিতায় ক্রিকেটারদের পারফরমেন্স দেখে পিসিবি ঠিক করবে বিদেশের টি২০ টুর্নামেন্টে খেলার ছাড়পত্র দেওয়া হবে কিনা।
এদিকে, এসিসির বার্ষিক সাধারন সভায় তীব্র সমালোচনার মুখে পড়েন পিসিবি সভাপতি মহসিন নাকভি। বিসিসিআইয়ের দুই প্রতিনিধি রাজীব শুক্লা ও আশিস সেলার আক্রমণ করেন ভারতকে এশিয়া কাপ ট্রফি না দেওয়ার জন্য। নকভি গোটা ব্যাপারটা ভারতের ঘাড়ে চাপাতে চেষ্টা করেছিলেন। কিন্তু এসিসির বাকি সদস্যরা তাঁর আচরণ সমর্থন না করায় ব্যাকফুটে যেতে বাধ্য হন। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মন্তব্য, এনিয়ে পরে আলোচনা করাই ভাল। দেখা যাক কীভাবে এই সমস্যার সমাধান করা যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার