অলস্পোর্ট ডেস্কঃ আইপিএলে এই মরশুমে ধারাবাহিকতার অভাবে ভুগেছে কেকেআর। কখনোই সেভাবে দলটি জমাট বাঁধেনি। নিশ্চিত ভাবেই শ্রেয়সের অভাব ভুগিয়েছে কিন্তু মোটের ওপর হতাশ করেছেন নাইটদের বিদেশি তারকারা। সেই নিয়েই এবার স্পষ্ট কথা বললেন কোচ পণ্ডিত।
প্রসঙ্গত আইপিএলে এবারই প্রথম কোনও দলের প্রশিক্ষকের দায়িত্ব নিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। উল্লেখ্য এই বছর নিজেদের ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। সবথেকে তাৎপর্যপূর্ণ কেকেআর তাদের ঘরের মাঠ ইডেনে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিই হেরেছে। আইপিএলের অভিযান শেষ হয়ে যাওয়ার পরে বিভিন্ন বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।
চন্দ্রকান্ত পণ্ডিতের স্পষ্ট বক্তব্য ‘আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত ছিল। তবে দুই ক্যারিবিয়ান তারকা বেশ কয়েকটি ম্যাচে ভাল খেলেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ব্যর্থও হয়েছে। পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাব আমাদেরকে পিছিয়ে দিয়েছে। রিঙ্কু সিং ছাড়া কেউ ধারাবাহিক ক্রিকেট খেলেনি।আইপিএলের আগে সময় বেশি পাওয়া যায় না। ক্রিকেটারদের চিনতেই অনেকটা সময় চলে যায়।’
তবে দুর্ভাগ্যও মাঝে মধ্যে যে তাদের পিছু ছাড়েনি তা বুঝিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে ‘প্রথম ম্যাচে মোহালিতে শেষের দিকে বৃষ্টি হয়। ওই বৃষ্টি না হলে হয়ত সেই ম্যাচ আমরা জিততেও পারতাম। সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের হারটা একেবারেই অনুচিত ছিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও জেতা উচিত ছিল। গুজরাত টাইটানসের বিরুদ্ধে ইডেনের ম্যাচ হারার পরে আমাদের আফসোস হয়েছিল। আর একদম শেষে লখনউ ম্যাচের কথা তো আমি বাদই দিলাম।এক রানে হারাটা খুবই দুঃখজনক। অন্তত জয় দিয়ে মরশুম শেষ করতে পারাটা উচিত ছিল।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com