Wednesday, October 8, 2025
No menu items!
Google search engine
Homeআইপিএলহায়দরাবাদের ৪৫ মিনিটের লড়াইয়ে শেষ মুম্বইয়ের প্লে-অফের আশা

হায়দরাবাদের ৪৫ মিনিটের লড়াইয়ে শেষ মুম্বইয়ের প্লে-অফের আশা

অলস্পোর্ট ডেস্ক: হিসেব আগে থেকেই ঠিক ছিল। আর সেই হিসেব মেনেই বুধবার লখনউ সুপার জায়ান্টে হারিয়ে মুম্বইকে আইপিএল ২০২৪-এর প্লে-অফের রাস্তা থেকে সরিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল লখনউ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে লখনউ। জবাবে বিরাট করতে নেমে মাত্র ৯.৪ ওভারে একটিও উইকেট না হারিয়ে ১৬৭ রান তুলে নেয় হায়দরাবাদ।

এদিন লখনউয়ের হয়ে ওপেন করতে নেমে লোকেশ রাহুল ও কুইন্টন ডে কক দলকে ভাল শুরু দিতে পারেননি। লোকেশ ২৯ ও কুইন্টন ২ রান করে আউট হয়ে রান। তিন নম্বরে নেমে একই হাল হয় মার্কাস স্তইনিসের। তিনিও মাত্র ৩ রানে ফেরেন।

এখান থেকেই দলের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন ক্রুনাল পাণ্ড্যে। তবে তিনি ২৪ রানে ফিরে যান প্যাভেলিয়নে। মাত্র ৬৬ রানে চার উইকেট হারিয়ে ফেলা লখনউয়ের সম্মান শেষ পর্যন্ত বাঁচান নিকোলাস পুরান ও আয়ুশ বাদোনী।পুরান ২৬ বলে ৪৮ ও বাদোনী ৩০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ১৬৫-৪-এ থামে লখনউ।

ক্রুনাল পাণ্ড্যে রান আউট হন। বাকি দুই উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও এক উইকেট নেন প্যাট কামিন্স। ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। দলের হয়ে ওপেন করতে নেমে ম্যাচ শেষ করে দেন অভিষেক শর্মা ও ত্রাভিস হেড। ২৮ বলে ৮টি বাউন্ডারি ও ৬টি ওভারে বাউন্ডারি হাঁকিয়ে ৭৫ রান করেন অভিষেক। অন্যদিকে ৩০ বলে ৮টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি মেরে ৮৯ রান করেন হেড। দু’জনেই অপরাজিত থাকেন। লখনউয়ের উইকেটের ঝুলি এই ম্যাচে শূন্যই থেকে যায়। ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন অভিষেক।

১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল এসআরএইচ। লখনউ ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে। মুম্বই ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments