অলস্পোর্ট ডেস্ক: বুধবার বিসিসিআই জানিয়ে দিয়েছে, ঘাড়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ অনিশ্চিত থাকা সত্ত্বেও, ভারত অধিনায়ক শুভমান গিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দলের সঙ্গে গুয়াহাটি যাবেন। কলকাতায় ৩০ রানে হেরে যাওয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ২৬ বছর বয়সী গিল ঘাড়ে চোট পান। প্রথম ইনিংসে রিটায়ার্ড হার্টের পর তিনি আর খেলতে পারেননি, এমনকি হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।
“শুভমান চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন এবং ১৯ নভেম্বর ২০২৫-এ দলের সাথে গুয়াহাটি যাবেন,” বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক বিবৃতিতে বলেছেন।
“বিসিসিআইয়ের মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রাখবে এবং দ্বিতীয় টেস্টে তার অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত সে অনুযায়ী নেওয়া হবে,” তিনি আরও বলেন। তবে গিলের খেলা নিয়ে সন্দেহ রয়েছেই।
গিলের খেলা নিয়ে সংশয় থাকায়, অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে রাজকোটে দক্ষিণ আফ্রিকা এ-এর বিরুদ্ধে চলতি ভারত এ-সিরিজ থেকেও বাদ রাখা হয়েছে। অন্ধ্রপ্রদেশের এই ব্যাটিং অলরাউন্ডার সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছিলেন কিন্তু মঙ্গলবারের নেট সেশনে অংশ নেননি। টেস্টে একটি সেঞ্চুরি করা এই ডানহাতি ব্যাটার গিল একান্তই খেলতে না পারলে গুয়াহাটিতে প্রথম একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে পারেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





