অলস্পোর্ট ডেস্ক: হ্যান্ডশেক বিতর্ক থামা দূরে থাক, উত্তোরত্তর বেড়েই চলেছে। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর রবিবার এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচের শেষেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি অধিনায়ক সূর্যকুমার যাদব সহ ভারতীয় ক্রিকেটেরারা। আর সেটা ঘটেছে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের সুস্পষ্ট নির্দেশে।
গ্রুপ পর্যায়ের ম্যাচে হ্যান্ডশেক বিতর্কে কান্ডে আঙুল উঠেছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের দিকে। এবার যেখানে ভারতের কোচ গম্ভীর সরাসসির তাঁর ক্রিকেটারদের ম্যাচের আগে ও পরে হাত না মেলানোর নির্দেশ দিয়ে রেখেছিলেন, সেখানে পাকিস্তান ক্রিকেটারদের আর বলার কিছু নেই। তারওপর ভারতের হাতে পরপর দু’বার লজ্জার হারের পর।
টসের সময় সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগাকে এড়িয়ে সরাসরি চলে যান টিভি প্রেসেন্টার রবি শাস্ত্রীর দিকে। পরে অ্যান্ডি পাইক্রফ্টের সঙ্গে হাত মিলিয়ে সোজা হাঁটা দেন ড্রেসিংরুমের দিকে ফিল্ডিংয়ে নামার উদ্দেশ্যে। ম্যাচ শেষে জিতে তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়াও মাঠে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে ফিরে যান ভারতীয় ড্রেসিংরুমে।
পরে সবাইকে অবাক করে কোচ গৌতম গম্ভীর সহ গোটা দল মাঠে ফিরলেও, তাঁরা কেউ পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে এগিয়ে যাননি। বরং ম্যাচ রেফারি, আম্পায়ার ও নিজেদের মধ্যে হাত মেলানো সম্পন্ন করে ড্রেসিংরুমে চলে যান পাকিস্তান ক্রিকেটারদের অবজ্ঞা করে। পরে গৌতম গম্ভীর তাঁর ইনস্টাগ্রাম পোস্টে অভিষেক শর্মা ও শুভমান গিলের একটি ভিসুয়াল পোস্ট করে সংক্ষিপ্ত মন্তব্যে লেখেন, ‘ ফিয়ারলেস, ভয়ডরহীন।’
পাকিস্তানের ওপর আধিপত্য নিয়ে জেতার পর বুধবার দুবাইয়ের মাঠে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচে ভারত জিতলে ফাইনালে যাওয়ার কার্যত নিশ্চিত। কিন্তু মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান জিততে না পারলে, তাদের ফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়বে। কারণ সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ ভাল জায়গায় রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার