অলস্পোর্ট ডেস্ক: শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি ঘরে এসেছে। এই ট্রফির জন্য বেঙ্গালুরুকে অপেক্ষা করতে হয়েছে ১৮ বছর। যা নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। মঙ্গলবার পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে আইপিএল ২০২৫ জিতে নিয়েছে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। যা দেখে আপ্লুত দলের প্রাক্তন মালিকও। যার হাত ধরেই তৈরি হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। তিনি বিজয় মালিয়া। যিনি সোশ্যাল মিডিয়ায় এই অধরা জয়ের জন্য তার অনুভূতির কথা জানিয়েছেন।
বিজয় মালিয়া হলেন আরসিবি ফ্র্যাঞ্চাইজির নেপথ্যের সেই মানুষ যার পরিকল্পনায় তৈরি হয়েছিল বেঙ্গালুরু। ২০০৮ সালে টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী সংস্করণের প্রথম থেকেই খেলছে এই দল। মালিয়াই বিরাট কোহলিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বছরের পর বছর ধরে, মালিয়া ফ্র্যাঞ্চাইজির জন্য এবি ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইলের মতো খেলোয়াড়দের স্বাক্ষর করার ক্ষেত্রেও ভূমিকা পালন করেছিলেন।
কোহলি যখন আইপিএল ট্রফি তুলছিলেন, তখন গেইল এবং ডি ভিলিয়ার্সের মতো খেলোয়াড়রাও তার সঙ্গে এই মুহূর্তটি উপভোগ করার জন্য ভেন্যুতে উপস্থিত ছিলেন।
“১৮ বছর পর অবশেষে আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন। ২০২৫ সালের টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত অভিযান। অসাধারণ কোচিং এবং সাপোর্ট স্টাফের সাথে সাহসী খেলা একটি সুষম দল। অনেক অভিনন্দন! ইয়ে সালা কাপ নামদে!!,” মালিয়া এক্স-এ (পূর্বে টুইটার) পোস্ট করে জয়ের জন্য আরসিবিকে অভিনন্দন জানিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার