অলস্পোর্ট ডেস্ক: রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিদের প্রস্থানের কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে প্রথম দিন থেকেই। শনিবার আরআর কর্তৃক জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, “ফ্র্যাঞ্চাইজি স্ট্রাকচারাল রিভিউয়ের অংশ হিসাবে রাহুলকে ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে এটি গ্রহণ না করার সিদ্ধান্ত নেন তিনি।” এর মধ্যে থেকে যেটা উঠে আসছে তা হল দ্রাবিড়কে আসলে এমন একটি জায়গা অফার করা হয়েছিল যা তাঁকে মূল দলের টেকনিক্যাল জায়গা থেকে দূরে থাকতে বাধ্য করত। বিশেষজ্ঞদের মতে, এটি কিছুটা ‘পানিশমেন্ট প্রোমোশন’এর মতো। এর অর্থ মূল দল গঠনে তাঁর কোনও ভূমিকা থাকবে না।
দীর্ঘদিনের অধিনায়ক সঞ্জু স্যামসন ইতিমধ্যে দল ছাড়ার পথে রয়েছেন, রয়্যালসকে ২০২৫ সালে খারাপ মরসুমের পর একজন নতুন পূর্ণ-সময়ের অধিনায়ক সম্পর্কে সিদ্ধান্ত নিতে হতে পারে। গত মরসুমে তারা নবম স্থানে শেষ করেছিল।
অসমের রিয়ান পরাগ গত মরসুমের ফিটনেসের কারণে স্যামসন না থাকা অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন। সঞ্জু স্যামসনের অনুপস্থিতি আসন্ন মরসুমে তাঁকেই হয়তো পূর্ণ সময়ের জন্য অধিনায়ক বেছে নেওয়া হতে পারে। আপাতত তালিকায় তিনিই শীর্ষে রয়েছেন। তিনি ছাড়াও তালিকায় রয়েছে যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলের মতো তারকা ক্রিকেটাররাও।
যা পরিস্থিতি তাতে আগামী মরসুমের জন্য রাজস্থান রয়্যালস দলকে ঢেলে সাজাতে হবে। যেভাবে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত দ্রাবিড়কে সরে যেতে বাধ্য করল বা দল ছাড়তে মরিয়া সঞ্জু স্যামসন, তাতে ম্যানেজমেন্টেরও ভাবার সময় এসেছে যে ভালো ফল পেতে হল দলকে খুশি রাখাটা জরুরী। গত মরসুমের পারফর্মেন্সের পিছনে দলের অন্দরের পরিবেশ কতটা প্রভাব ফেলেছিল সেটাও ভাবার বিষয় রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার