অলস্পোর্ট ডেস্ক: সুপ্রিম কোর্ট সংশোধিত নতুন সংবিধান নিয়ে রায় দেওয়ার সময় দ্রুত গ্লোবাল টেন্ডার ডেকে ফেডারেশনকে বানিজ্যিক সহযোগী খোঁজার কাজ শুরুর নির্দেশ দিয়েছিল। সেইমতো ভারতীয় ফুটবল ফেডারেশন তিন সদস্যের একটি বিড ইভালুয়েশন কমিটি গড়ে। যারা কেপিএমজি নামে একটি নামী সংস্থাকে দায়িত্ব দিয়েছিল গ্লোবাল টেন্ডারের মাধ্যমে সম্ভাব্য বানিজ্যেক সহযোগীদের তালিকা তৈরি করতে।
সেই কাজ কতটা এগোল , তা জানতে মঙ্গলবার ফেডারেশন কার্যকরী কমিটির জরুরি বৈঠক ডেকেছে। সেখানে টেন্ডার নোটিশের বিষয়টি কী পর্যায়ে আছে, তা জানতে ও বার্ষিক আয় ব্যয়ের হিসেবের বিষয়টির ওপর অনুমোদন পেতে এই বৈঠক। একইসঙ্গে টপ টায়ার লিগের রূপরেখা কেমন হবে, সম্ভাব্য বানিজ্যিক সহযোগী কারা হবে, তা কার্যকরী কমিটির সদস্যের সামনে তুলে ধরবে কেপিএমজি।
সুপার কাপের সূচী ইতিমধ্যেই প্রকাশ করেছে ফেডারেশন। কিন্তু আইএসএল নিয়ে এখনও তারা ক্লাবগুলো কিছু জানাতে পারেনি। আর সেটা সম্ভব হয়নি, এফএসডিএল সরে দাঁড়ানোর পর নতুন বানিজ্যেক সহযোগী এখনও ঠিক না হওয়ায়। এফএসডিএল বা তার সমান শক্তিশালী বানিজ্যিক সহযোগী না পেলে ফেডারেশনের পক্ষে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে আইএসএল শুরু করা সম্ভব নয়।
এদিকে, সুপ্রিম কোর্ট যে সংশোধিত নয়া সংবিধান ফেডারেশনকে দিয়েছে, তা কার্যকরী কমিটির বৈঠক দ্রুত ডেকে সদস্যদের দিয়ে অনুমোদন করার নির্দেশ দিয়েছিল। সেই বৈঠক হবে ১২ অক্টোবর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার