Wednesday, October 8, 2025
No menu items!
Google search engine
Homeফুটবল‘‌বিশ্বকাপ’‌ থেকে বিদায় ব্রাজিলের

‘‌বিশ্বকাপ’‌ থেকে বিদায় ব্রাজিলের

‌অলস্পোর্ট ডেস্ক:‌ ‘‌বিশ্বকাপে’‌ নেই ব্রাজিল। না, খবরটা শুনে চমকে উঠবেন না। সত্যি ব্রাজিলের ফুটবল দল বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তবে সেটা ২০২৬ সিনিয়র বিশ্বকাপ ফুটবল থেকে নয়, ২০২৫ ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। এটা ওই দেশের ফুটবলের পক্ষে যা একটা বড় ধাক্কা।

গ্রুপ পর্ব থেকে অনূর্ধ্ব ২০ দলের অকাল বিদায়ে ব্রাজিল ফুটবলের ভবিষ্যত নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। ২০১৯য়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ব্রাজিল কোনও পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্টে বড় সাফল্য পায়নি। এবার অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে শনিবার স্পেনের কাছে ০-‌১, মরক্কোর কাছে ১-‌২ গোলে হারার পর মেক্সিকোর সঙ্গে ২-‌২ গোলে ড্র করায় এই প্রথমবার অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা টপকাতে পারল না ব্রাজিল। এতে ব্রাজিলের এই নিম্মগামী ফর্মের জন্য ফুটবল কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

এর আগে ২০২১ কোপা আমেরিকা ফাইনালে মারাকানা স্টেডিয়ামে মেসির আর্জেন্টিনার কাছে হারেই প্রমাদ গোনা শুরু হয়েছিল। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে ক্রোয়েশিয়ার কাছে নেইমারদের কাছে হেরে বিদায় নেওয়ার দায় নিজের ঘাড়ে নিয়ে সরে দাঁড়ান কোচ টিটে। ২০২৩য়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে ব্রাজিলের যুব দলও প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল কোয়ার্টারফাইনালে ইজরায়েলের কাছে হেরে। চলতি বছরে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ০-‌৩ গোলে হেরে ব্রাজিলের অভিযান শেষ হয়ে যায়।

ব্রাজিলের সিনিয়র দলের ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে ওঠা একসময় কঠিন হয়ে দাঁড়িয়েছিল। লাতিন আমেরিকান কোয়ালিফায়ারে অক্টোবরে উরুগুয়ের কাছে ২২ বছর পর হারে ব্রাজিল। একমাস বাদেই বিশ্বকাপের কোয়ালিফাইং পর্বে প্রথমবার কলম্বিয়ার কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল তারা। তার থেকেও বড় হতাশাজনক হার ব্রাজিলের ঘটেছিল ২০২৩য়ে। মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ালিফাইং পর্বে আর্জেন্টিনার কাছে ০-‌১ গোলে হারে, ব্রাজিলের ওই মাঠে ৬৪ বছরের অপরাজেয় থাকার রেকর্ড ভেঙে যায়।

এখানেই শেষ নয়। ২০২৪ কোপা আমেরিকাতে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরেছে ব্রাজিল সিনিয়র দল। কাটা ঘায়ের নুনের ছিটের মতো ২০২৫য়ের মার্চে আর্জেন্টিনার কাছে ১-‌৪ গোলে বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিলের হার। ১৬ বছর পর ২০২৬ বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর লাতিন আমেরিকার গ্রুপে ব্রাজিল শেষ করেছে পঞ্চম স্থানে।

দু’‌বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৪ অলিম্পিক গেমসে যোগ্যতার্জন করতেই পারেনি কোয়ালিফায়ারে আর্জেন্টিনার কাছে হেরে। দু’‌দশকে এই প্রথমবার অলিম্পিকে ব্রাজিল ফুটবল দলকে খেলতে দেখা যায়নি। সর্বস্তরে ব্রাজিল ফুটবলের এই নিম্নগামী অবস্থা বিশ্ব ফুটবলের জৌলুস কমিয়ে দেবে, ভবিষ্যতে তারা মূল স্রোত থেকে পিছিয়ে পড়লে। গোটা বিশ্বের অধিকাংশ মানুষ তো ব্রাজিল আর আর্জেন্টিনার দ্বৈরথ দেখতে আগ্রহ নিয়ে বসে থাকে। ভারতের ফুটবলপ্রেমী মানুষ দু’‌দলে ভাগ হয়ে যায়, ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হলে। প্রশ্ন একটাই তবে কি ব্রাজিলে নবীন প্রতিভা সেভাবে উঠে আসছে না?‌ নাকি প্রশাসনিক ঝামেলার কারণে ব্রাজিল ফুটবলের এই হাল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments