অলস্পোর্ট ডেস্ক: প্রত্যাশামতোই বৃহস্পতিবার রাতে কলকাতা শহরে পা দিয়ে শুক্রবার বিকেল মোহনবাগান মাঠে সিনিয়র ফুটবলারদের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচ হোসে মোলিনা। পেছনে পেছনে শুক্রবার সকালে পা দেওয়া বিদেশি ডিফেন্ডার টম আলড্রেড সহ ঘরের সব ফুটবলাররা। এমনকি সাহাল আব্দুল সামাদও। বাগানের অনুশীলনে এটা ছিল তাঁর প্রথম দিন। শনিবার সকালে এসে পড়ছেন আর এক বিদেশি ডিফেন্ডার আলবার্তো রডড্রিগেজ। বাকি বিদেশিরাও ৯ আগস্ট অনুষ্ঠেয় ডায়মন্ড হারবার ম্যাচের আগে চলে আসবেন, এমন শোনা যাচ্ছে।
বাগান কোচ-ফুটবলাররা মাঠে নামবেন, আর সবুজ মেরুন সমর্থকরা তাঁদের স্বাগত জানাতে বিশাল সংখ্যায় হাজির হবেন না, তা কী হয়। মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে অনুশীলন শুরুর দিনটা স্মরণীয় করে তুলতে সাজঘর থেকে মাঠ যাওয়ার রাস্তায় সবুজ রংয়ের কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছিল। সাজানো হয়েছিল প্রবেশপথের অংশটুকু ফুল দিয়ে। অনুশীলন মাঠে চারধারে বিভিন্ন ব্যানারের মাঝে জ্বলজ্বল করছিল ‘ ডাবল চ্যাম্পিয়ন্স’ লেখাটা।
সমর্থকদের মধ্যে ছিল তুমল উৎসাহ। কোচ-ফুটবলারদের মাঠে ঢোকার সময় গ্যালারির ওপর থেকে পুস্পবৃষ্টি করলেন। অনুশীলন চলাকালীন সারাক্ষণ বাজিয়ে গেলেন ড্রাম। তার আওয়াজ পাশেই ইস্টবেঙ্গল দিবস অনুষ্ঠানের কেন্দ্র ক্ষুদিরাম অনুশীলনে পৌঁছে গেলে অবাক হওয়ার কিছু ছিল না। বাগান ফ্যানস ক্লাবের সদস্যরা কোচ-ফুটবলারদের উদ্দেশ্যে সুর করে গেয়ে গেলেন নানা গান। যার মধ্যে একটা, ‘ মোলিনা, মোলিনা , আমরা জয় ছাড়া আর কিছু চাই না।’ সবুজ মেরুন রং মশালের আলোয় দূর হল মাঠের অন্ধকার। এটাই স্বাভাবিক, আইএসএল শিল্ড ও কাপ জয়ী চ্যাম্পিয়ন কোচের কাছে নতুন মরশুমে সমর্থকদের প্রত্যাশা এবারও আরও বেশি।
অনুশীলনের শুরুতেই যা মূলত ফিজিকাল ফিটনেস ট্রেণিং, জোর বৃষ্টি এল। তাতে অনুশীলন যেমন থামেনি, তেমন সমর্থকদের উৎসাহ দানও। আর তাই একটা সময় পর্যন্ত ডুরান্ড কাপে যুব দল খেলানো হবে, এটা টিম ম্যানেজমেন্ট বললেও, প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে পুরো শক্তি নিয়ে ডুরান্ড কাপ জেতার জন্য ঝাঁপাতে দেখে মত বদলে ফেলেছে বাগান কর্তৃপক্ষ। মহমেডানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিদেশি ছাড়া ঘরের ফুটবলারদের নিয়ে সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে ম্যাচ জিতে ডুরান অভিযান শুরু করেছেন মোহনবাগান এসজি। শুক্রবার বিএসএফের বিরুদ্ধে ডায়মন্ড হারবার এফসি ৮-১ গোলে জেতার পর বাগান ব্রিগেডের চিন্তা বাড়ল। এর মধ্যে হ্যাটট্রিক সহ ৪ গোল ডায়মন্ডের ক্লেটন ফার্নান্ডেজের। গোলপার্থক্যের বিচারে এই মুহূর্তে ডায়মন্ড হারবার অনেকটা এগিয়ে। তাই সোমবার বিএসএফের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগানকে সেই ব্যবধান ঘোচাতে গোল সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে। কারণ ৯ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে মোহনবাগান এসজি। না জিতলে গোল পার্থক্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে।
সেক্ষেত্রে বিএসএফ ম্যাচে বাস্তব রায়কে সরিয়ে মোলিনা যে চিফ কোচের ভূমিকায় ডাগ আউটে বসবেনই, এমনটা বলা যাচ্ছে না এখনই। তবে ডায়মন্ড হারবার ম্যাচে মোলিনা যদি ডাগআউটে থাকেন, তাহলে আশ্চর্যের কিছু নেই। এমনকি ঘরের ছেলেদের সঙ্গে দুই বিদেশি ডিফেন্ডার টম ও আলবার্তো খেললে অবাক হওয়ার থাকবে না। সঙ্গে ফিট থাকা অন্য বিদেশিদের মধ্যে কেউ কেউ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার