Wednesday, October 8, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএলকোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে আরও এক বছরের চুক্তি করল ইস্টবেঙ্গল এফসি

কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে আরও এক বছরের চুক্তি করল ইস্টবেঙ্গল এফসি

অলস্পোর্ট ডেস্ক: কোচ অস্কার ব্রুজোঁ সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি করল ইস্টবেঙ্গল ক্লাব, যার ফলে ২০২৫-২৬ মরসুমের শেষ পর্যন্ত ক্লাবের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গেল।

ব্রুজোঁর নেতৃত্বে, রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড গত মরসুমে প্রথম এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। মরসুমের মাঝামাঝি সময়ে দায়িত্ব নেওয়ার পর থেকে, স্প্যানিশ এই কোচ ইস্টবেঙ্গলকে ইন্ডিয়ান সুপার লিগের একটি মরসুমে সর্বোচ্চ পয়েন্ট (২৮)-এ নিয়ে গিয়েছেন, যদিও তিনি একদম শুরু থেকে দায়িত্ব নিতে পারেননি। এবার প্রথম থেকেই দলের দায়িত্ব পাওয়ায় সেই অজুহাত আর খাটবে না। কঠিন চ্যালেঞ্জের মুখে অস্কার।

ইমামি গ্রুপের মিঃ বিভাষ বর্ধন আগরওয়াল ব্রুজোঁর দৃষ্টিভঙ্গির প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, “কোচ অস্কার দলে নতুন করে উদ্দেশ্যের অনুভূতি এনে দিয়েছেন। ট্রফির জন্য চ্যালেঞ্জ জানানোর আমাদের দৃষ্টিভঙ্গির প্রতি তার নিষ্ঠা এবং খেলোয়াড় এবং ভক্ত উভয়কেই অনুপ্রাণিত করার ক্ষমতা তাকে আমাদের ক্লাবের ভবিষ্যতের জন্য আদর্শ নেতা করে তুলেছে।”

তাঁর মেয়াদ বৃদ্ধি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্রুজোঁ বলেন, “আগামী মরসুমের জন্য ইমামি ইস্ট বেঙ্গল এফসির সাথে আমার যাত্রা আরও দীর্ঘায়িত করতে পেরে আমি রোমাঞ্চিত। যদিও আগের মরসুমটি চ্যালেঞ্জের মধ্যে দিয়েই কেটেছে, বিশেষ করে মন্থর শুরুর পর, আমরা সম্মিলিতভাবে সেই অভিজ্ঞতাগুলি থেকে শিখেছি এবং এখন এই দুর্দান্ত ক্লাবটিকে সংজ্ঞায়িত করে এমন জয়ের মানসিকতা পুনরুজ্জীবিত করার উপর সম্পূর্ণ মনোযোগ দিতে চাই। আমাদের সমর্থকরা এমন একটি দলের চেয়ে কম কিছুর যোগ্য নয় যা তাদের আবেগ, স্থিতিস্থাপকতা এবং ইস্ট বেঙ্গলের ঐতিহ্যের প্রতি অটল বিশ্বাসকে প্রতিফলিত করে।”

যদিও যা খবর, নিজের পছন্দ মতো বিদেশি পাওয়াটা মুশকিল হয়ে পারে ইস্টবেঙ্গল কোচের জন্য। মালিহা তালাল ও হিজাজি মেহেরের চোট রয়েছে। দু’জনকেই ছেড়ে দিতে চেয়েছিলেন অস্কার। কিন্তু চুক্তি থাকায় তাঁদের ছাড়তে হলে দিতে হবে বিপুল টাকার জরিমানা। যে কারণে তাঁদের রেখে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। যার ফলে দলে প্রয়োজনের তুলনায় বেশি বিদেশি থাকতে পারে ইস্টবেঙ্গলের। যদিও সবটাই রয়েছে আলোচনার স্তরে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments