Thursday, November 20, 2025
No menu items!
Google search engine
Homeফুটবল‌নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশকে বাড়তি গুরুত্ব গুরপ্রীত, সন্দেশের

‌নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশকে বাড়তি গুরুত্ব গুরপ্রীত, সন্দেশের

অলস্পোর্ট ডেস্ক:‌ মঙ্গলবার ঢাকার মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। ম্যাচটা ভারতীয় দলের কাছে নিতান্তই নিয়মরক্ষার। কারণ ইতিমধ্যেই গ্রুপ লিগের আগের ৪টি ম্যাচের একটিও না জিতে, দুটিতে ড্র, আর দুটি হেরে ২০২৭ সৌদি আরব এশিয়ান কাপের মূল পর্বে ওঠার দৌড়ে থেকে ছিটকে গেছেন সন্দেশ ঝিঙ্গান ও গুরপ্রীতরা। বাংলাদেশের সঙ্গে এই ম্যাচটা তাই মর্যাদারক্ষা ছাড়া মূল্যহীন।

আর সেটা মাথায় রেখেই ভারতীয় ফুটবল দলের চিফ কোচ খালিদ জামিল চান তাঁর ফুটবলাররা বাংলাদেশ ম্যাচে মাঠে নেমে সেরা দিন ম্যাচ জিততে। খালিদের সাফ কথা, ‘‌ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের বাইরে চলে গিয়েছি মানে বাংলাদেশ ম্যাচটা সিরিয়াসলি নেব না। কারণ আমরা ভারত দেশের প্রতিনিধিত্ব করছি। আমি প্রতিটি ফুটবলারের সঙ্গে আলাদা করে কথা বলেছি। যারা মাঠে নেমে ১০০ ভাগ দেবে, তাদেরই দলে রাখব। এটাই উপযুক্ত সময় নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার। লক্ষ্য রাখছি, ফুটবলারদের মানসিকতার দিকে। আমার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। কেউ যদি ১০০ ভাগ না দেয়, তার আমার দলে জায়গা হবে না।’‌

আগের কোচ মানোলো মারকোয়েজের সময় শিলংয়ের মাঠে বাংলাদেশের সঙ্গে গোলশূণ্য ড্র করেছিল ভারত। ওই ম্যাচে বাংলাদেশ জার্সিতে অভিষেক ঘটেছিল লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরির। এই ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত করেছেন ৪ গোল ৬ ম্যাচে। যার মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২ গোল করেছেন নেপালের বিরুদ্ধে। মঙ্গলবার হামজা সহ বাংলাদেশের ফুটবলারদের উজ্জীবিত লড়াইয়ের মুখে পড়তে হবে খালিদ জামিলের ভারতকে। বাংলাদেশেরও এশিয়ান কাপ মূল পর্বে ওঠার সম্ভাবনা শেষ। তবু ম্যাচ ঘিরে বাংলাদেশ সমর্থকদের মাঝে উন্মাদনা তুঙ্গে। অনলাইনে টিকিট ছাড়া মাত্র তা নিঃশেষিত হয়ে গেছে।

বাংলাদেশ যে জেতার জন্য ঝাঁপাবে বলাই বাহুল্য। সেটা আঁচ করেই বাংলাদেশের মাটিতে প্রচারমাধ্যমের প্রশ্নে ভরতের কোচ খালিদ জামিল বলেন, ‘‌ নিঃসন্দেহে এটা একটা চাপের খেলা। নিজেদের ঘরের মাঠে দর্শক সমর্থন নিয়ে খেলবে বাংলাদেশ। তাই ওদের গুরুত্ব দিতেই হবে। প্রতিপক্ষের কোনও বিশেষ একজন বা দু’‌জন ফুটবলারকে নিয়ে ভাবছি না। গোটা দলটাকেই সমীহ করছি।’‌

অস্ট্রেলিয়া পাসপোর্ট পরিত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব নিয়ে ভারতীয় দলের সঙ্গে ঢাকা গেলেও, বাংলাদেশ ম্যাচে রায়ান উইলিয়ামসের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ তাঁর খেলা নির্ভর করছে অস্ট্রেলিয়া থেকে আসা নো অবজেকশন সার্টিফিকেট, এএফসি-‌ফিফা অনুমোদনের ওপর। ভারতীয় কোচ খালিদ জামিদ তাই বিকল্প ভাবনা ভেবে রেখেছেন রায়ান উইলিয়ামসকে ছাড়া দল নামানোর। সুনীল পাকাপাকিভাবে অবসর নিয়ে ফেলায় কোচ খালিদকে নতুন করে আক্রমণভাগ সাজাতে হবে।

শিলংয়ের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। ভাল খেলেও ম্যাচটা না জেতার আক্ষেপ আছে তাঁর মধ্যে। তবে ওইসময় ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন গোলকিপার গুরপ্রীত সিং। খেলেছিলেন বিশাল কাইথ। তাঁর জায়গায় আবার দলে ফিরেছেন গুরপ্রীত। সন্দেশ ও গুরপ্রীত নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের বিরুদ্ধে সেরা দিতে মুখিয়ে। খালিদের মতো তাঁদের মুখেও এক কথা, হাজার হলেও এই ম্যাচে দেশের সম্মান জড়িয়ে আছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments