Wednesday, October 8, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলসূচী ঘোষিত, সবকিছু ঠিকঠাক চললে শিল্ড ফাইনালে আর একটা ডার্বির সম্ভাবনা প্রবল

সূচী ঘোষিত, সবকিছু ঠিকঠাক চললে শিল্ড ফাইনালে আর একটা ডার্বির সম্ভাবনা প্রবল

অলস্পোর্ট ডেস্ক:‌ প্রত্যাশামতোই শিল্ডের সূচী প্রকাশ করল আইএফএ। শিল্ড চলবে ৮-‌১৮ অক্টোবর। গত কয়েকমরশুম ধরে আইএসএল ও অন্যান্য ঘরোয়া-‌আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝে শিল্ড আয়োজন করাটা দুরুহ কাজ হয়ে উঠেছিল আইএফএ সচিব অনির্বান দত্তর কাছে। বড় দল পাওয়া সম্ভব হচ্ছিল না। এবার সেতুলনায় শিল্ড হচ্ছে কিছুটা হলেও জাঁকজমকের সঙ্গে। সবচেয়ে বড় কথা, মহমেডান ও ডায়মন্ড হারবার এফসি নানা অজুহাত দেখিয়ে শিল্ডে না খেললেও, আইএফএর সচিবের মুখের হাসি চওড়া হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল শিল্ডে অংশগ্রহণে সম্মতি দেওয়ায়।

শিল্ডের ড্র অনুযায়ী গ্রুপ এ-‌তে রয়েছে ইস্টবেঙ্গল, নামধারী এফসি ও শ্রীনিধি ডেকান। গ্রুপ বি-‌তে মোহনবাগান সুপার জায়ান্ট, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, গোকুলাম কেরালা। ওই দুটি গ্রুপের শীর্ষে থাকা দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ অক্টোবর । ধরে নেওয়া যেতে পারে, কোনও অঘটন না ঘটলে শিল্ড ফাইনাল ডার্বিতে দুই প্রধানের আবার দেখা হবে ডুরান্ড কোয়ার্টারফাইনালের পর।

ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে ৮ অক্টোবর। পরদিন ৯ অক্টোবর গোকুলামের মুখোমিখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। ১১ অক্টোবর খেলবে শ্রীনিধি ডেকান-‌নামধারী, ১২ অক্টোবর ইউনাইটেড স্পোর্টস-‌গোকুলাম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৪ অক্টোবর ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নামধারী, ১৫ অক্টোবর ইউনাইটেডের সামনে মোহনবাগান।

ফাইনাল ১৮ অক্টোবর। ইস্টবেঙ্গল-‌মোহনবাগান ফাইনাল হলে, তা যুবভারতীতেই হবে। বাকি গ্রুপ ম্যাচগুলির মাঠ বিন্যাস আইএফএ সময়মতো ক্লাবগুলোকে জানিয়ে দেবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments