Wednesday, October 8, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলআইএফএ শিল্ডের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত মোহনবাগান, এলেন না ইস্টবেঙ্গলের হেড কোচও

আইএফএ শিল্ডের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত মোহনবাগান, এলেন না ইস্টবেঙ্গলের হেড কোচও

অলস্পোর্ট ডেস্ক: মোহনবাগান যে আইএফএ শিল্ড ২০২৫ খেলবে তা আগেই জানিয়ে দিয়েছিল। এসিএল ২ খেলতে ইরান না যাওয়ার সিদ্ধান্তের সঙ্গেই শিল্ড খেলার ঘোষণা করেছিল আইএসএল চ্যাম্পিয়নরা। কিন্তু মঙ্গলবার শিল্ডের যৌথ সাংবাদিক সম্মেলনে বাকি পাঁচ দলের কোচ, প্লেয়াররা থাকলেও মোহনবাগানের কোনও প্রতিনিধিকে দেখা গেল না। আইএফএ সচিব অনির্বাণ দত্তের কাছে মোহনবাগানের অনুপস্থিতির কথা জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমাদের জানানো হয়েছে মোহনবাগানের অনুশীলন রয়েছে, তাই তারা আসতে পারবে না। এর থেকে বেশি কিছু জানি না।” এর সঙ্গে এও জানা গেল, এদিনই দুপুরের ম্যানেজার্স মিটিংয়েও মোহনবাগান অনুপস্থিত ছিল।

তিন বছর বন্ধ থাকার পর আবার হতে চলেছে শতাব্দী প্রাচীন আইএফএ শিল্ড। তবে সেই ঐতিহ্য এবারও ফিরছে না। নেই কোনও বিদেশি দল। নেই কলকাতার দুই দল ছাড়া দেশের কোনও বড় ক্লাব। এমনকি মহমেডানও খেলছে না। যে ছয় দলকে নিয়ে এবারের শিল্ড আয়োজিত হচ্ছে তারা হল, ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান এসজি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, নামধারী এফসি, শ্রীনিধি ডেকান ও গোকুলাম কেরালা। তিনটি করে দল নিয়ে দুটো গ্ৰুপে ভাগ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও শ্রীনিধি।

এদিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের ফুটবলারের সঙ্গে হাজির হয়েছিলেন দলের সহকারী কোচ বিনো জর্জ। তবে আইএফএ শিল্ডে হেড কোচ হিসেবে থাকবেন অস্কার ব্রুজোঁই, তেমনি ইঙ্গিত দিলেন বিনো। বিনো জর্জ বলেন, “আমি জানি এটা ঐতিহাসিক টুর্নামেন্ট। আমার মনে হয় আমরা ২৯ বার আইএফএ শিল্ড জিতেছি। আমরা পুরো দল নিয়েই আইএফএ শিল্ড খেলব। ডুরান্ড কাপের পর আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি।”

এর সঙ্গে তিনি এও বুঝিয়ে দিলেন, সুপার কাপের আগে শিল্ড দলের জন্য ভালো প্রস্তুতির সুযোগ তো বটেই । তিনি বলেন, “সুপার কাপের আগে অবশ্যই এই আইএফএ শিল্ডে বুঝে যাব আমাদের দল কতটা তৈরি সুপার কাপের জন্য। আমরা প্রত্যেক টুর্নামেন্টকেই গুরুত্ব দিই। আমি আশা করছি আইএফএ শিল্ডে দ্বিতীয় ম্যাচ থেকে সব বিদেশিরা থাকবে।”

রশীদ বলেন, “আমরা খুব আত্মবিশ্বাসী দল নিয়ে। আইএফএ শিল্ডে আমরা ভালো ফলাফল করব। আমি সমর্থকদের বলব মাঠে এসে আমাদের সমর্থন করুক। এখানকার ফুটবল নিয়ে মানুষদের খুব উচ্ছ্বাস। কলকাতা লিগের ঐতিহাসিক মুহূর্ত আমি দেখেছি। সেই থেকেই বুঝেছি কলকাতায় ফুটবল অনেক জনপ্রিয়।” আত্মবিশ্বাসী ইউনাইটেড অধিনায়ক লালকমল ভৌমিক থেকে নামধারীর হেড কোচ তথা প্রাক্তন মোহনবাগান ফুটবলারও।

১২৫তম আইএফএ শিল্ড শুরুর করা ঘোষণা করে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “গত তিন বছর ধরে আইএফএ শিল্ড আয়োজন করা সম্ভব হয়নি। এআইএফএফকে ধন্যবাদ জানাই শিল্ডকে জায়গা করে দেওয়ার জন্য। আমরা ঠিক করেছি ফাইনাল ম্যাচ ছাড়া সমর্থকরা বিনামূল্যে মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন।”

তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করব পরের বার থেকে যাতে আইএফএ শিল্ডকে আরও ভালো ভাবে করা যায়। আইএফএ শিল্ডে ৬ জন বিদেশীকে রেজিস্ট্রেশন করা যাবে এবং ৪ জন বিদেশীকে মাঠে খেলানো যাবে। প্রত্যেক ম্যাচে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ ১০,০০০ টাকা করে পাবে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লক্ষ টাকা। রানার্স দল পাবে ৩ লক্ষ টাকা।” আগের বছরগুলোর থেকে এবার বাড়ানো হয়েছে পুরস্কার মূল্যও।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments