অলস্পোর্ট ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে ঢাকার মাঠে অনুষ্ঠেয় ১৮ নভেম্বরের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলার জন্য ২৩ সদস্যের সম্ভাব্য জাতীয় দলের ফুটবলারদের প্রস্তুতি শিবিরে ডাকলেন ভারতীয় দলের কোচ খালিদ জামিল। ৬ নভেম্বর বেঙ্গালুরুতে শুরু হওয়া জাতীয় শিবিরে মোহনবাগানের একজন ফুটবলারও ডাক পাননি। ভারতীয় দল এশিয়ান কাপের মূল পর্বে ওঠার দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে। তাই সিঙ্গাপুরের বিরুদ্ধে বাইরে ও ঘরের মাঠের দুটি ম্যাচের জন্য ভারতীয় দলে সুনীল ছেত্রীকে অন্তর্ভুক্ত করলেও, বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে আর সুনীলকে শিবিরে ডাকেননি খালিদ। দল ঢাকা রওনা হবে ১৫ নভেম্বর। মহম্মদ সানান যিনি অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের শিবিরে ডাক পেয়ছিলেন, তাঁকে সিনিয়র দলে ডেকে নিয়েছেন কোচ খালিদ।
ভারত এখনও পর্যন্ত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের একটি ম্যাচও জেতেনি। আগের কোচ মানোলো মারকোয়েজের সময়ই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ১-১ ড্র করে ও হংকংয়ের কাছে হেরে চাপে ছিল ভারতীয় ফুটবল দল। মানোলো দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর কোচ হন খালিদ জামিল। তিনিও ২টো ম্যাচে জয় পাননি। সিঙ্গাপুরের মাঠে ১-১ ড্র করে আশা জিইয়ে রাখলেও ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করলে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে যায়।
বাংলাদেশের মাঠে ফিরতি লড়াইটা নিয়মরক্ষার হলেও, ভারতীয় দলের কাছে তা মর্যাদারক্ষার। তাই খালিদ চান, নিজেদের ও দেশের সম্মানের কথা মাথায় রেখে ফুটবলাররা মাঠে নেমে সেরাটা দিক। ভবিষ্যতের কথা ভেবে খালিদ নবীন ফুটবলারদের বেশি করে খেলানোর ওপর জোর দিচ্ছেন।
ভারতের সম্ভাব্য দলে আছেন গুরপ্রীত,ঋত্বিক, সাহিল(গোলকিপার), আনোয়ার, আকাশ, বিকাশ, রালতে, উভেস, পরমবীর, বেকে, সন্দেশ(ডিফেন্ডার), আশিক, ব্রাইসন, ফানাই, নিকসন, মহেশ, নিখিল, সুরেশ(মিডফিল্ডার), ইরফান, ছাংতে, সানান, রহিম, বিক্রমপ্রতাপ(ফরোয়ার্ড)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





