অলস্পোর্ট ডেস্ক: শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র বিপক্ষে ২-১ গোলে জয়ের মাধ্যমে মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল কাপ জিতে ২০২৪-২৫ মরসুমের নাটকীয় সমাপ্তি ঘটাল। কলকাতা জায়ান্টদের জন্য আইএসএল ডাবল সম্পন্ন হল।
ম্যাচের শেষ বাঁশির পর মাঠ থেকে গ্যালারি সর্বত্র উচ্ছ্বাসের বাঁধ ভাঙল। তার পরই ছিল পুরস্কার পর্ব। সেখানে চ্যাম্পিয়ন ও রানার্স এর পাশাপাশি সম্মানিত করা হল ব্যক্তিগত পারফর্মেন্স দিয়ে দলকে সাফল্য এনে দেওয়া ফুটবলারদেরও।
এর মধ্যে ছিল লিগের সেরা খেলোয়াড়ের জন্য গোল্ডেন বল, সর্বোচ্চ গোলদাতার জন্য গোল্ডেন বুট, সর্বাধিক ক্লিনশিক রাখা গোলরক্ষকের জন্য গোল্ডেন গ্লাভ এবং অসাধারণ তরুণ প্রতিভার জন্য মরসুমের উদীয়মান খেলোয়াড়। রানার্স-আপ এবং নবনির্বাচিত চ্যাম্পিয়নদের পদক বিতরণের আগে এই পুরষ্কারগুলি প্রদান করা হয়েছিল।
আইএসএল ২০২৪-২৫ মরসুমের ব্যক্তিগত এবং দলগত পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া হল।
সেরা গ্রাসরুট প্রোগ্রাম: জামশেদপুর এফসি
সেরা এলিট ইয়ুথ প্রোগ্রাম: পঞ্জাব এফসি
গোল্ডেন গ্লাভস: বিশাল কাইথ (মোহন বাগান সুপার জায়ান্ট)
গোল্ডেন বুট: আলাদিন আজারে (নর্থইস্ট ইউনাইটেড এফসি)
গোল্ডেন বল: আলাদিন আজারে (নর্থইস্ট ইউনাইটেড এফসি)
উদীয়মান খেলোয়াড়: ব্রাইসন ফার্নান্ডেজ (এফসি গোয়া)
চ্যাম্পিয়ন: মোহনবাগান সুপার জায়ান্ট
রানার্স: বেঙ্গালুরু এফসি
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার