সুচরিতা সেন চৌধুরী: এ এক অসাধারণ সমাপ্তি। সাফল্যের শিখরে থেকে শেষ হল মোহনবাগানের আইএসএল মরসুম। সম্পন্ন হল দ্বিমুকুটের স্বপ্ন। এর আগে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে দল। এর আগে শিল্ডে জিতেছে। কিন্তু একই মরসুমে শিল্ড ও কাপ জেতা এই প্রথম। গত মরসুমে খুব কাছ থেকে ফিরতে হয়েছিল মোহনবাগানকে। এই ঘরের মাঠেই মুম্বইয়ের কাছে হেরে হাতছাড়া হয়েছিল কাপ। এবার তাই মরিয়া ছিল দল। অসাধারণ ফর্ম শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রেখেই চ্যাম্পিয়ন মোহনবাগান।
শনিবার শেষ বাঁশি বাজতেই যেমন উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছিল সল্টলেক স্টেডিয়াম জুড়ে ঠিক তখনই সেই উচ্ছ্বাস পৌঁছে গিয়েছিল দেশ থেকে দেশান্তরে, সব মোহনবাগান সমর্থকদের কাছে। আলোর রোশনাই, বাজির শব্দে তখন কান পাতা দায়। বাইপাসে মানুষের ঢল। ঘন ঘন উঠছে ‘জয় মোহনবাগান’ স্লোগান। সঙ্গে শুভেচ্ছার জোয়ারে ভাসছে দল।
দেখুন সেই শুভেচ্ছার তালিকায় কারা রয়েছেন–
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার