অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ব্যাটিং তারকা অভিষেক শর্মা সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে বাকিদের সঙ্গে ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিয়েছেন। অন্যদিকে বুধবার প্রকাশিত সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বোলিং তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন বরুণ চক্রবর্থী। তবে, পাকিস্তানের সাইম আইয়ুব টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়ে হার্দিক পাণ্ড্যের রেকর্ড ভেঙে দিয়েছেন। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৯৩১ পয়েন্ট নিয়ে অভিষেক প্রায় পাঁচ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড ভেঙে দিয়েছেন।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ২৫ বছর বয়সী এই খেলোয়াড় ২০২০ সালে ইংল্যান্ডের ডানহাতি বোলার দাউদ মালানের ৯১৯ পয়েন্টের আগের সেরা রেটিংকে ছাপিয়ে গিয়েছেন।
এশিয়া কাপে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে রান করার জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই বাঁ হাতি ব্যাটসম্যান তাঁর সতীর্থ সূর্যকুমার যাদব (৯১২) এবং বিরাট কোহলি (৯০৯)-কে পিছনে ফেলে দিয়েছেন। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েচে অভিষেক শর্মার, যিনি এশিয়া কাপের সাতটি খেলায় ৪৪.৮৫ গড়ে মোট ৩১৪ রান করে একটি অসাধারণ রেকর্ড গড়েছেন।
তিনি এখন ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৮২ রেটিং পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছেন, যেখানে তাঁর ভারতীয় সতীর্থ তিলক ভার্মা এশিয়া কাপে ২১৩ রান করার পর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
এশিয়া কাপে ২৬১ রান করার পর শ্রীলঙ্কার ডানহাতি বোলার পাথুম নিশাঙ্কা দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিংয়ে রয়েছেন তিনি। একই টুর্নামেন্টে কিছু অসাধারণ পারফর্মেন্সের ফলে সতীর্থ কুশল পেরেরা (দুই ধাপ এগিয়ে নবম স্থানে), পাকিস্তানের সাহেবজাদা ফারহান (১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে) এবং ভারতের সঞ্জু স্যামসন (আট ধাপ এগিয়ে ৩১তম স্থানে) উঠে এসেছেন।
এশিয়া কাপে সাতটি উইকেট নেওয়ার পর চক্রবর্থী টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর বোলার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন। সতীর্থ কুলদীপ যাদব (নয় ধাপ এগিয়ে ১২তম স্থানে), পাকিস্তানের শাহিন আফ্রিদি (১২ ধাপ এগিয়ে ১৩তম স্থানে) এবং বাংলাদেশের রিশাদ হোসেন (ছয় ধাপ এগিয়ে ২০তম স্থানে) সর্বশেষ র্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সাইম আইয়ুব পাণ্ড্যেকে সরিয়ে প্রথমবারের মতো অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। আইয়ুব ব্যাটিংয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এবং বল হাতে আট উইকেট নেন, তার ফলে তিনি সামগ্রিকভাবে চার ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর স্থানে উঠে আসেন।
পাণ্ড্যে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন এবং আইয়ুবের চেয়ে আট রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন, যেখানে পাকিস্তানের মহম্মদ নওয়াজ (চার ধাপ এগিয়ে ১৩তম) এবং শ্রীলঙ্কার চরিথ আসালাঙ্কা (তিন ধাপ এগিয়ে ৩০তম) এই সপ্তাহে অলরাউন্ডার বিভাগে স্থান পাওয়া অন্যান্য খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার