Wednesday, October 8, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেট‌বিস্মিত হরভজনঃ রোহিতকে অন্তত অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়ক রাখা উচিত ছিল

‌বিস্মিত হরভজনঃ রোহিতকে অন্তত অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়ক রাখা উচিত ছিল

অলস্পোর্ট ডেস্ক:‌ রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে এখনই একদিনের ক্রিকেটের অধিনায়ক পদে বসানোটা মেনে নিতে পারছেন না ভারতীয় প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। বরং ভারতীয় নির্বাচক অজিত আগারকারের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ক্রিকেট ম্যাচের প্রথমটা হবে ১৯ অক্টোবর। হরভজন মনে করেন, অন্তত অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত রোহিতকে অধিনায়ক রেখে দেওয়া উচিত ছিল।

রোহিত শর্মা ভারতের হয়ে মার্চ মাসের মাঝামাঝি আর কোনও ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি মের পর থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে রোহিতের ফেরা নিয়ে চর্চা ছিলই। সেই ফেরাটা হলই। সকলেই মনে করেছিলেন, রোহিতই অধিনায়ক থাকবেন। কিন্তু তা হল না। রোহিত দলে ফিরলেন, তবে নেতৃত্ব খুইয়ে। সেটা তাঁর সম্মানের প্রতি সুবিচার হল না।

তাতেই হরভজন সিংয়ের প্রতিক্রিয়া, ‘‌ শুভমানকে গিলকে অভিনন্দন। টেস্ট ক্রিকেটে সফলভাবে নেতৃত্ব দেওয়ার পর ওকে একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ সামলানোর গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। এটা ওর কাছে একটা বড় চ্যালেঞ্জ। তবে রোহিত শর্মাকে এখনই সরিয়ে দেওয়াটা আমাকে বিস্মিত করেছে। সাদা বলের ক্রিকেটে রোহিতের রেকর্ড খুব ভাল। রোহিতকে অস্ট্রেলিয়া ম্যাচের দলে যখন রাখার কথা ভাবাই হয়েছে, তখন ওকে অধিনায়ক রাখা উচিত ছিল। ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি, টি২০ বিশ্বকাপ ক্রিকেট জয়ের পিছনে রোহিতের অবদান অনস্বীকার্য।’‌

হরভজনের মতে, ‘‌ ভারতীয় ক্রিকেটের অন্যতম শক্তিশালী স্তম্ভ রোহিত। এই কারণে শেষবারের মতো অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়ক পদে রোহিতকে রাখা উচিত ছিল। ২০২৭ বিশ্বকাপ এখনও অনেকটা দূরে। ততদিন রোহিত দলে থাকবে কিনা, সেটা জানা নেই। কিন্তু সেটা ভেবে এখন থেকে রোহিতকে অধিনায়কের আসন থেকে সরিয়ে শুভমানকে বসানোটা মানতে পারছি না। তার জন্য আরও ৬ থেকে ৮ মাস অপেক্ষা করলে কোনও ক্ষতি বা দেরি হয়ে যেতে না। শুভমান অধিনয়াক হওয়ায় যতটা খুশি, তার থেকে বেশি হতাশ রোহিতকে সরিয়ে দেওয়ায়।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments