বার বার ট্রফির কাছে গিয়েও হাতছাড়া করতে হয়েছে। একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে দেশে। স্বপ্ন দেখিয়ে শেষ মুহূর্তে ভেঙে গিয়েছে তা। তবে এবারটা অন্যরকম।
বিখ্যাত লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ছয় উইকেট নিয়ে রেকর্ডে ঢুকে পড়লেন।
ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। রবিবার আহমেদাবাদে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর শেষ ম্যাচ। তার পর আবার চার বছরের অপেক্ষা।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর প্রথম সেমিফাইনালে ভারত ফাইনালে জায়গা করে নেওয়ার পর, কলকাতার ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে তাকিয়ে সবাই।