by admin June 23, 2023 CRICKET রবিচন্দ্রন অশ্বিন-এর মুখে অস্ট্রেলিয়ার প্রশংসা ওয়ার্ল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপে অষ্ট্রেলিয়ার কাছে ভারতের হার কেউই ভালভাবে নেয়নি। এই তালিকায় রয়েছে সমর্থক থেকে প্রাক্তন খেলোয়াড়। দিনের শেষে মন খারাপ কাটলেও একটা গভীর ক্ষত থেকে যাচ্ছে।