প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সামনে ২৫০ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ২০৫ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৪৪ রানে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখ থুবড়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে টিম ইন্ডিয়া। মুম্বইতে তৃতীয় টেস্টের তৃতীয় দিন ১৪৭ রান তাড়া করতে গিয়ে, ভারত ১২১ রানে গুটিয়ে যায় এবং ২৫ রানে ম্যাচটি হেরে যায়,
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে ২৫ রানে হেরে যাওয়ার পর নিউজিল্যান্ডের কাছে ভারতের ০-৩ টেস্ট সিরিজ পরাজয়ের পরে কিংবদন্তি ভারতীয় ব্যাটার সচিন তেন্ডুলকর দলের মধ্যে আত্ম সামালোচনার কথা বলেছেন।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে নাটকীয় তৃতীয় টেস্টের শেষে ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো সিরিজ হোয়াইট ওয়াশ করে ফিরছে কিউইরা।
শেষ ম্যাচেও বাঁচল না মান। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে লজ্জার টেস্ট সিরিজ হারের তালিকায় শীর্ষে থাকবে এই সিরিজ।
শেষ পর্যন্ত মান রাখলেন শুভমান গিল। মানরক্ষার টেস্টের প্রথম দিনই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চার উইকেট চলে গিয়েছিল ভারতের।
আবারও সেই নড়বড়ে ভারতীয় ব্যাটিংয়ের নিদর্শন পাওয়া গেল তৃতীয় টেস্টের প্রথম দিনই। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ভারত খেলতে নেমেছিল আত্মসম্মানের লক্ষ্যে।
এ যাত্রায়ও হল না। এমন কি মাত্র তিন দিনেই শেষ হয়ে গেল ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের পর পুণেতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের।
আবারও ভরাডুবি ভারতীয় ব্যাটিংয়ের। যে পিচে প্রথমে ব্যাট করে ২৫৯ রান তুলল নিউজিল্যান্ড সেখানে ২০০ রানের গণ্ডি পার করতে পারল না ভারতীয় ব্যাটাররা।
প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে ভারতেরই ঘরের মাঠে বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার পুনেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক টম লাথাম।