বুধবার আইসিসির ওয়ানডে পুরুষদের ব্যাটিং র্যাঙ্কিং থেকে ভারতের দুই কিংবদন্তি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাদ দেওয়ায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শীর্ষে নতুন দুই মুখ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিন প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে শুভমান গিল এবং মহীশ থিকশানা যথাক্রমে পুরুষদের ওয়ানডে ব্যাটসম্যান এবং বোলার তালিকায় শীর্ষস্থান দখল করে নিলেন।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতের ব্যাটসম্যান শুভমান গিলের দুর্দান্ত রান তাঁকে পুরুষদের আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটারের স্থান অর্জন করতে সাহায্য করেছে।
আইসিসি বিশ্বকাপের এক মাসেরও কম সময়ের মধ্যে ওয়ানডে-তে নিউমেরো ইউনো স্পটের লড়াই অনেক বেশি, যেখানে তিনটি দল শীর্ষে যাওয়ার দৌঁড়ে রয়েছে।
ভারতের ওপেনার শুবমান গিল চলতি এশিয়া কাপে তাঁর পারফর্ম্যান্সের পুরস্কার পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে। আইসিসি ওডিআই র্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
ভারতের তারকা ব্যাটার শুভমান গিল এবং ঈশান কিশান আইসিসি ওডিআই প্লেয়ার র্যাঙ্কিং তালিকায় কেরিয়ারের সেরা র্যাঙ্কিং-এ পৌঁছে গেলেন। বুধবার আইসিসি সর্ব শেষ প্রকাশিত র্যাঙ্কিং-এ গিল দুই ধাপ উঠে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন।
ওডিআই-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের আধিপত্য বজায় রেখেছে জাতীয় দল। ভারতীয় দল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একটানা সবথেকে বেশী সংখ্যক ওডিআই সিরিজ জিতেছে।
বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ আইসিসি ওডিআই পুরুষ দলের র্যাঙ্কিংয়ে ভারত নেমে গিয়েছে তৃতীয় স্থানে। ভারতের আগে রয়েছে পাকিস্তান। এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।