by admin January 18, 2025 FOOTBALL, আইএসএল চ্যাম্পিয়নশিপের দৌঁড়ে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই ইস্টবেঙ্গলের নতুন বছরে সমর্থকদের নতুন আলোর দিশা দেখাতে পারবেন বলে আশা করেছিলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোন। কিন্তু নতুন বছরে দু’বার মাঠে নামা হয়ে গেলেও তাঁর দল এখনও জয়ের মুখ দেখতে পায়নি।