ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে প্রায় পুরো কলকাতা নাইট রাইডার্স টিম। শুধু যাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ছিলেন যেমন হর্ষিত রানা ও বরুণ চক্রবর্থী, এখনও যোগ দেননি।
কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। মালিক মানেই একটা অন্য ভাবমূর্তি। এই আইপিএল-এই তেমন দৃশ্য দেখা গিয়েছে। মালিক মানে যা খুশি বলা যায়, করা যায় কারণ তিনি টাকা ঢালছেন।
যাও ১ ঘণ্টা ৪৫ মিনিট পর শুরু হল ম্যাচ কিন্তু টস হেরে ঘরের মাঠে বৃষ্টি ভেজা ইডেনে প্রথমে ব্যাট করতে নামতে হল কেকেআর-কে।